অমিত সরকার, কলকাতা: বাংলা জুড়ে চরম গরমের মধ্যে রয়েছে স্বস্তির খবর। কারণ অবশেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এমনিতেই আইএমডি এ বছর এপ্রিল-জুনের মধ্যে দেশের বেশিরভাগ স্থানে স্বাভাবিকের চেয়ে বেশি গরমের পূর্বাভাস জারি করে দিয়েছে তা নিয়ে চিন্তিত গোটা বাংলার মানুষ। তবে এই ঘটনার মধ্যে কিন্তু বহু জেলায় বৃহস্পতিবার থেকেই বৃষ্টির নামার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে থাকবে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
এবার আমরা জেনে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া আজ কেমন থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয় তার সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো হওয়া। প্রায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে সেই ঝড়ো হওয়া, এই জন্য হলুদ সতর্কতা ও জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের বাঁকি জেলা যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের মত উপকূলীয় জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শনিবার ও রবিবারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও কিন্তু বেশ গরম অনুভব হচ্ছে চারিদিকে। তবে দার্জিলিং, কালিংপং এবং জলপাইগুড়িতে শুক্রবার সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রবিবার থেকে মালদাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, আগামী ৪/৫ দিন নাকি উত্তরবঙ্গের তাপমাত্রা স্থিতিশীল থাকবে। তবে আচমকা আবহাওয়ার বদল ঘটার কারণ বিষয়ে আইএমডি জানিয়েছে, বেশ কয়েকটি অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত। মধ্য মহারাষ্ট্র, আসাম, ও বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া ৩ এপ্রিল থেকে পশ্চিমী ঝঞ্ঝা, উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রবেশ করবে।