অমিত সরকার, কলকাতা: বাংলায় শীত যাব যাব করেও যেন যেতে চাইছে না। কখনো ঠান্ডা তো আবার কখনো ফাটানো গরম পড়ছে গোটা বাংলা জুড়ে। আবার বাংলার কয়েক জায়গায়ও বৃষ্টিও হচ্ছে। বর্ষাকাল না শীতকাল নাকি গ্রীষ্মকাল না বসন্তকাল কোন মতই বোঝা যাচ্ছে না। তবে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী নতুন করে নাকি বাংলায় আবারও পারদ পতন হতে শুরু করেছে। আবহাওয়া অফিসের খবর অনুযায়ী তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে এই শীতের আমেজ বেশিক্ষণ স্থায়ী হবে না। তাহলে দেখে নেব আজ অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন বাংলার আবহাওয়া ঠিক কেমন থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আকাশ হালকা মেঘলা থাকবে। যেকোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। যে সমস্ত শহরে কুয়াশা থাকতে পারে সে সমস্ত জায়গা গুলি হল হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার বেশ কিছু অংশে কুয়াশা দেখা দেবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার দেখে নেব আজ বাংলার উত্তরবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকবে। হাওয়া অফিসের খবর অনুযায়ী উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কোনরকম পরিবর্তন হবে না এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের কালিম্পং ও দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিসের খবর অনুযায়ী আজ সহ আগামী দুই দিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।