অমিত সরকার, কলকাতা: আলিপুর আবহাওয়া দপ্তর এর অফিস থেকে গোটা বাংলা জুড়ে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে। কারণ বাংলার বিভিন্ন জায়গায় হতে পারে কালবৈশাখী তার জন্য সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়া একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে এদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে। তবে যাই হোক আজ শুক্রবার দেখে নেব দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিসের খবর অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় কিন্তু চলতে পারে দুর্যোগ, তাই জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই কমলা সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ও হাওড়া জেলায়। প্রায় ৫০ থেকে ৬০ কিমি বেগে হাওয়া ও সহ বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টি এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
তবে বাকি জেলাগুলিতে দুই এক জায়গায় ঝড়ো হাওয়া আবার সেই সঙ্গে বিশেষ করে মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিশেষ সর্তকতা বার্তা জারি করা হয়েছে। আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ারই পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কিন্তু ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বইবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের মতো তীব্রতা বেশি থাকবে না।