অমিত সরকার, কলকাতা: আগে বেশকিছু জায়গায় দুর্যোগ হলেও আজ শনিবার থেকে প্রায় গোটা বাংলা দুর্যোগের মুখে রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ গোটা বাংলা জুড়ে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং সঙ্গে ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। টানা এই বৃষ্টিপাতের ফলে আবারও বাংলায় পারদ অনেকটাই কমে গিয়েছে। আজ রবিবার সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে মনে করা হচ্ছে যে কোন মুহূর্তেই বৃষ্টি হতে পারে। তাহলে আর দেরি না করে জেনে নেব আজ ছুটির দিনে গোটা বাংলার আবহাওয়া কেমন থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ রবিবারেও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ব্যাপক দুর্যোগের পূর্বাভাস জারি করেছে। ব্যাপক বৃষ্টিপাতের জন্য সর্তকতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, এবং নদীয়া জেলায়। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ও ঝাড়গ্রাম জেলায়। হাওয়া অফিসের কর্মকর্তা জানিয়েছেন যে বঙ্গোপসাগর থেকে নাকি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়েছে বাংলার উপকূলে, আর সেই সঙ্গে রয়েছে অক্ষরেখার প্রভাব। তাই গোটা রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ রবিবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আকাশ হালকা মেঘলা, মনে হচ্ছে যে কোন সময় বৃষ্টি নামতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের জন্য সর্তকতা জারি করা হয়েছে, সেগুলো হলো উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা। তাই এ সমস্ত জায়গার মানুষ বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই দেখে নেবেন সঙ্গে ছাতা নিয়েছেন কিনা।