রাজ্য সরকার ও কেন্দ্র সরকার পড়ুয়াদের জন্য বিভিন্ন রকম স্কলারশিপ এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকে। এই প্রতিবেদনে আমরা মাধ্যমিক পাস করার পর যে পাঁচটি স্কলারশিপ পাওয়া যায় তা নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো অথবা সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে অবশ্যই এই পাঁচটি স্কলারশিপের কথা জেনে রাখো। এবার দেখে নেব মাধ্যমিক পাশে কী কী স্কলারশিপ পাওয়া যায়।
নবান্ন স্কলারশিপ
মাধ্যমিক পাশের পর ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারে। এই স্কলারশিপ পেতে গেলে বেশ কিছু শর্ত মেনে নিতে হবে। যেমন পিতা-মাতা/অভিভাবকের বার্ষিক আয় ১২০০০০ টাকার বেশি হওয়া চলবে না। এছাড়া ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় ৬৫% নম্বর থাকতে হবে। এবং ছাত্র-ছাত্রীদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এই স্কলারশিপের জন্য ছাত্র-ছাত্রীদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনকারীরা ১০ হাজার টাকা বার্ষিক অনুদান পাবে। এর অফিসিয়াল ওয়েবসাইট হল cmrf.wb.gov.in.
ন্যাশনাল স্কলারশিপ
এই স্কলারশিপের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এক্ষেত্রে পরীক্ষার্থীদের পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার কম হতে হবে। এছাড়া পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। এবং তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এই স্কলারশিপ এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ১০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত বার্ষিক অনুদান পাবে। এর অফিসিয়াল ওয়েবসাইট হল scholarship.gov.in.
আরও পড়ুন: Anant Merit Scholarship 2024: আবেদন করলেই ৬০০০ টাকা
বিকাশ ভবন স্কলারশিপ
এ স্কলারশিপ পেতে গেলে ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় ৬০% নম্বর নিয়ে পাস করতে হবে। এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এছাড়া ছাত্রছাত্রীদের পারিবারিক আয় ২৫০০০০ টাকার কম হতে হবে। এই স্কলারশিপ এর মাধ্যমে আবেদনকারীরা ১২ হাজার টাকা বার্ষিক অনুদান পাবে। এর অফিসিয়াল ওয়েবসাইট হল sbmcm.wbhed.gov.in.
ওয়েসিস পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ
এক্ষেত্রে ছাত্রছাত্রীদের শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই হবে। এছাড়া ছাত্রছাত্রীদের পারিবারিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার কম হতে হবে এবং তাদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এই স্কলার্শিপ এর মাধ্যমে আবেদনকারীরা ২০০০ টাকা থেকে ৩৫০০ টাকা পর্যন্ত বার্ষিক অনুদান পাবে। এর অফিসিয়াল ওয়েবসাইট হল oasis.gov.in.
ঐক্যশ্রী স্কলারশিপ
এ স্কলারশিপ পেতে হলে ছাত্রছাত্রীদের ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়া তাদের পারিবারিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এক্ষেত্রে মুসলিম, শিখ, খ্রীষ্টান, পার্সি, বৌদ্ধ, এবং জৈন সম্প্রদায়ের পড়ুয়ারা এই স্কলারশিপ এর সুবিধা পাবে। এই স্কলারশিপ এর মাধ্যমে ছাত্রছাত্রীরা বার্ষিক ১৬ হাজার টাকা পর্যন্ত অনুদান পাবে। এর অফিসিয়াল ওয়েবসাইট হল wbmdfcscholarship.in.
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।