সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর তরফ থেকে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ইচ্ছুক প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে রাজ্যের সকল চাকরিপ্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আজকের এই প্রতিবেদন থেকে আমরা দেখে নেব কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? মোট কতগুলো শূন্য পদ সংখ্যা রয়েছে? আবেদন করতে গেলে যোগ্যতা কি হতে হবে? আবেদন কত দিন পর্যন্ত চলবে? এই সমস্ত একাধিক তথ্য। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অবশ্যই বলব তোমরা আগে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে।
সুচিপত্র
পদের নাম ও শুন্য পদ সংখ্যা (WBSEDCL Recruitment 2025)
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যে যে পদে কর্মী নিয়োগ করা হবে সে পদ গুলি হল – স্পেশাল অফিসার পদ, নিরাপত্তা অফিসার পদ, সহকারি নিরাপত্তা কর্মকর্তা পদ, বিশেষ কর্মকর্তা (ভূমি)।
তবে এক্ষেত্রে উপরের সমস্ত পদ মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা হল ১৫ টি। যার মধ্যে স্পেশাল অফিসার পদে ৭ টি শূন্য পদে রয়েছে, নিরাপত্তা অফিসার পদে ২ টি শূন্য পদ রয়েছে, সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে মোট ১ টি শূন্য পদ সংখ্যা রয়েছে, এছাড়া নিরাপত্তা সুপারভাইজার পদে ১ টি শূন্য পদ রয়েছে এবং বিশেষ কর্মকর্তা (ভূমি) পদে ৪ টি শূন্য পদ রয়েছে।
প্রার্থীর বয়সসীমা
সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে তাদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে। তবে সেই বয়স হিসেব করতে হবে ১/১/২০২৫ তারিখ অনুযায়ী।
মাসিক বেতন
যেহেতু এক্ষেত্রে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তাই বিভিন্ন পদ অনুযায়ী চাকরিপ্রার্থীদের মাসিক বেতন আলাদা আলাদা হবে।
- স্পেশাল অফিসার পদে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে বেতন হিসেবে ৪০,০০০- ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।
- নিরাপত্তা অফিসার পদে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে বেতন হিসেবে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।
- সহকারি নিরাপত্তা কর্মকর্তা পদে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে বেতন হিসেবে ৩৩,০০০ টাকা করে দেবে।
- নিরাপত্তা সুপারভাইজার পদে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে বেতন হিসেবে ২৯,০০০ টাকা করে দেবে।
- বিশেষ কর্মকর্তা (ভূমি) পদে চাকরিপ্রার্থীদের প্রতি বয়সে বেতন হিসেবে ৪৮,০০০ টাকা করে দেবে।
পিজিটি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! শূন্য পদ সংখ্যা ৪৩২টি, জানুন বিস্তারিত
শিক্ষাগত যোগ্যতা
যেহেতু ভিন্ন ভিন্ন পদে কর্মী নিয়োগ হবে, সেহেতু বিভিন্ন পদ অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন লাগবে। এবার দেখে নেব আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে প্রার্থীদের যোগ্যতা কি হতে হবে?
- স্পেশাল অফিসার পদে আবেদন করতে গেলে প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকার SDPO/ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা হতে হবে।
- নিরাপত্তা কর্মকর্তা পদের জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকার সহকারী পদে কর্মকর্তা হতে হবে।
- সহকারি নিরাপত্তা কর্মকর্তা পদের জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকারি মো. সাব ইন্সপেক্টর পদে কর্মকর্তা হতে হবে।
- নিরাপত্তা সুপারভাইজার পদের জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকার সহকারী উপ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা হতে হবে।
- বিশেষ কর্মকর্তা (ভূমি) পদের জন্য প্রার্থীদের সরকারের ভূমি বিভাগ থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা অথবা Dy এর মত ভূমিকায় কমপক্ষে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- সমস্ত প্রার্থীদের বলবো তোমরা যারা উপরের পদগুলিতে আবেদন করার জন্য ইচ্ছুক তারা সবার আগে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে শিক্ষাগত যোগ্যতা ভালো করে দেখে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
নিয়োগ পদ্ধতি
এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। সেজন্য সমস্ত ইচ্ছুক প্রার্থীদের সমস্ত ডকুমেন্ট নিয়ে সঠিক দিনে সঠিক স্থানে ইন্টারভিউ দিতে চলে যেতে হবে।
RRC NCR Recruitment 2025: ভারতীয় রেলে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ! দেখুন বিস্তারিত
ইন্টারভিউ এর সময়
ইন্টারভিউ হবে আগামী ২৪/০১/২০২৫ তারিখে। সকাল ১০ টায় ইন্টারভিউ শুরু হবে। তার আগে সকলকে সরাসরি ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছতে হবে।
ইন্টারভিউ এর স্থান – Seminar Hall -I, Vidyut Bhawan, 7th Floor, Block- D, Sector – II, Bidhannagar, Kolkata- 700091.
Official Notification | Download |
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।