সুপ্রিম কোর্টে গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ! বেতন ৩৫ হাজার টাকার বেশি

Published on:

Supreme Court Junior Assistant Recruitment

ইন্দ্রাণী সরকার, কলকাতা: এবার ভারতের শীর্ষ আদালত চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত সুখবর প্রকাশ করেছে। আসলে সম্প্রতি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতা থাকলে যেকোনো চাকরিপ্রার্থী আবেদনের সুযোগ পাবে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

অনেকের স্বপ্ন থাকে ভারতবর্ষের সুপ্রিম কোর্টে কাজ করার। সেই সমস্ত চাকরিপ্রার্থীদের জন্যই রয়েছে সেই সুযোগ। এবার আমরা দেখে নেব বিজ্ঞপ্তি অনুযায়ী পদের নাম, বেতন, আবেদনের যোগ্যতা, আবেদনের পদ্ধতি, কতগুলি শূন্য পদ সংখ্যা রয়েছে ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য।

পদের নাম ও শুন্য পদ সংখ্যা

সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত official বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে সুপ্রিম কোর্টে Junior Court Assistant (Group ‘B’ Non-Gazetted) পোস্টে নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা হল ২৪১ টি।

আবেদনকারীর বয়সসীমা

এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ৮/৩/২০২৫ তারিখ অনুযায়ী। এছাড়া রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের সরকারের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

জুনিয়ার কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয় নিয়ে অন্ততপক্ষে গ্রাজুয়েশন ডিগ্রী করা থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারে ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে মিনিটে ৩৫ টি ওয়ার্ড।

  • Bachelor’s Degree.
  • Knowledge of Computer operation.
  • Minimum speed of 35 wpm in English typing on Computer.

আবেদন মূল্য

এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য নির্দিষ্ট একটি মূল্য প্রদান করতে হবে। সেক্ষেত্রে General, OBC, EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০০ টাকা করে দিতে হবে। SC, ST, Ex-servicemen প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২৫০ টাকা করে দিতে হবে।

  • Gen/OBC/EWS – 1000 টাকা।
  • SC/ST/Ex-servicemen – 250 টাকা।

মাসিক বেতন

এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ঠিক করা বেতন অনুযায়ী চাকরি প্রার্থীরা বেতন পাবে। নিযুক্ত কর্মীরা প্রথম মাস থেকেই মূল বেতন হিসেবে ৩৫,৪০০ টাকা করে পাবে। এবং মূল বেতনের পাশাপাশি সরকারি কর্মী হিসেবে একাধিক সুযোগ সুবিধা মিলিয়ে প্রতিমাসে মোট বেতনের পরিমাণ হবে ৭২,০৪০ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ

অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার তারিখ ৪/২/২০২৫। অনলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ হলো ৫/২/২০২৫। এবং অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হল ৮/৩/২০২৫।

নির্বাচন প্রক্রিয়া

সমস্ত আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে কম্পিউটার টাইপিং দক্ষতা পরীক্ষা, শেষে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে কর্মী বাছাই করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন সকলকে অনলাইনের মাধ্যমেই করতে হবে। প্রথমে ভারতের শীর্ষ আদালতের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে শুনে বুঝে, বিজ্ঞপ্তি অনুযায়ী যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। সবার প্রথমে রেজিস্ট্রেশন তারপর লগইন তারপর সম্পূর্ণ আবেদন পত্রটি পূরণ করে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্রের ফটোকপি আপলোড করতে হবে। শেষে আবেদনমূল্য প্রদান করে ফাইনাল সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সমাপ্ত হবে। আবেদন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর অবশ্যই আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

Official NotificationDownload

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। বিশেষত, চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে তা পৌঁছে দেওয়া তাঁর অন্যতম পছন্দের কাজ। তাঁর লেখার মাধ্যমে পাঠকদের কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য এবং নির্দেশনা প্রদান করা প্রধান লক্ষ্য।