কেন্দ্রে নতুন করে BSF, CRPF, CISF পদে চলছে নিয়োগ, দেখুন বিস্তারিত

Published on:

UPSC Notification 2025

ইন্দ্রাণী সরকার, কলকাতা: সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে আবারও সুখবর। ভারতের যে সকল বন্ধু বান্ধবীরা ফোর্সে চাকরী করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের জন্য রইল একটি বিশাল চাকরির সুযোগ। সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর পক্ষ থেকে একাধিক শূন্য পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা মার্চ মাসের ২৫ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জমা দিতে পারবেন। এবার এই প্রতিবেদন থেকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেব।

সংস্থার পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রচুর কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আবেদনকারীদের সহায়তা করার জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, পদের নাম ইত্যাদি বিবরণ নীচে দেওয়া হল।

পদের নাম ও শূন্য পদ সংখ্যা

UPSC এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে BSF, CISF, CRPF, SSB, এবং ITBP পদে নিয়োগ করা হবে। এই পদ গুলোর জন্য মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৩৫৭  টি।

  • BSF – ২৪
  • CISF -৯২
  • CRPF -২০৪
  • ITBP – ০৪
  • SSB – ৩৩

বয়স সীমা

উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে চাইলে আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে।সেই  বয়স হিসেবে করতে হবে ১/৮/২০২৫ তারিখ  অনুযায়ী। এছাড়া ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা থাকলেই আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।

আবেদন মূল্য

সাধারণ/OBC প্রার্থীদের ২০০ টাকা করে আবেদন মূল্য জমা করতে হবে। Female/SC/ST প্রার্থীদের আবেদন মূল্য জমা করতে হবে না। আর আবেদন মূল্য অনলাইন এর মাধ্যমে জমা করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ হল ৫/৩/২৫ এবং অনলাইনে মাধ্যমে আবেদনের শেষ তারিখ হলো ২৫/৩/২০২৫।

নিয়োগ প্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করার সময় লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা, মেডিক্যাল পরীক্ষা, এবং ইন্টারভিউ নেওয়া হবে।

মাসিক বেতন

এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে বেতন হিসেবে লেভেল ১০ অনুযায়ী প্রদান করা হবে।।

আবেদন পদ্ধতি

সকলকে আবেদন অনলাইনে মাধ্যমে করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় কাগজ পাতির ফটোকপি আপলোড করতে হবে। শেষে আবেদন মূল্য জমা এবং পুনরায় আবেদন পত্রটি চেক করে ফাইনাল সাবমিট করতে হবে। সঠিক তারিখ ও সময়ের আগে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করে আবেদন পত্রের একটি প্রিন্ট আউট অবশ্যই নিজের কাছে রেখে দিতে হবে।

Apply OnlineClick Here
NotificationClick Here
Official WebsiteClick Here

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। বিশেষত, চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে তা পৌঁছে দেওয়া তাঁর অন্যতম পছন্দের কাজ। তাঁর লেখার মাধ্যমে পাঠকদের কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য এবং নির্দেশনা প্রদান করা প্রধান লক্ষ্য।