ইন্দ্রাণী সরকার, কলকাতা: এবার কেন্দ্রীয় সরকারের আমদানি ও রপ্তানি বিষয়ক ব্যাংকের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে চাকরিপ্রার্থী ব্যক্তিদের বেতন শুরু ন্যূনতম ৪৮ হাজার টাকা থেকে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা বিভিন্ন ব্যাংকের চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এটা সুবর্ন সুযোগ। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন। এবার দেখে নেবো আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কি কি পদ রয়েছে, মাসিক বেতনের পরিমাণ, নিয়োগ পদ্ধতি এবং আবেদনমূল্য সহ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা (EXIM Bank Recruitment 2025)
সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে Management Trainee, Deputy Manager, এবং Chirf Manager পদে নিয়োগ করা হবে। আর এক্ষেত্রে সবগুলো পদ মিলিয়ে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ২৮ টি।
বয়স সীমা
যেহেতু এক্ষেত্রে একাধিক পদে প্রার্থীদের নিয়োগ করা হবে, তাই বিভিন্ন পদে অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা কিন্তু ভিন্ন ভিন্ন থাকতে হবে। তবে রিসার্ভ ক্যাটেগরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ছাড় রয়েছে।
- Management Trainee- এই পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে।
- Deputy Manager – এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।
- Chirf Manager – এই পদে আবেদন করতে হলে হলে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
যেহেতু এখানে একাধিক পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। তাই পদ অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন হতে হবে।
- Management Trainee- এই পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৬০ শতাংশ নম্বর নিয়ে B/B.Tech/ MCA/ M.Sc ডিগ্রি অর্জন করা থাকতে হবে।
- Deputy Manager – এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের যে কোন প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৬০ শতাংশ নম্বর নিয়ে LLB অথবা MBA ডিগ্রী করা থাকতে হবে এবং এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Chirf Manager – এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারী প্রার্থীদের নূন্যতম ৬০ শতাংশ নম্বর নিয়ে LLB অথবা MBA ডিগ্রী কমপ্লিট করা থাকতে হবে এছাড়া ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন
এক্ষেত্রে চাকরির পদ অনুযায়ী প্রার্থীরা বেতন পাবে। এছাড়া মূল বেতনের পাশাপাশি বিভিন্ন সরকারি সুবিধা লাভ করবে নিযুক্ত কর্মীরা।
- Deputy Manager – মাসিক বেতন শুরু ৪৮,৪৮০ টাকা।
- Chirf Manager – মাসিক বেতন ৮৫,৯২০ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ হল ২২/৩/২০২৫ এবং আবেদনের শেষ তারিখ হলো ১৫/৪/২০২৫। সম্ভাব্য লিখিত পরীক্ষা হতে পারে ২০২৫ সালের মে মাসে।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি ইঞ্জিনিয়ারিং দপ্তরের কর্মী নিয়োগ! সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ
আবেদন মূল্য
Gen, OBC ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৬০০ টাকা করে দিতে হবে। SC, ST, EWS এবং মহিলা চাকরি প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন মূল্য দিতে হবে।
নিয়োগ পদ্ধতি
সমস্ত আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের থেকে বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
সকলকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। সবার প্রথম অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন তারপরে আবেদনপত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর আবেদন মূল্য জমা করে সমস্ত ডকুমেন্টের ফটোকপি আপলোড করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট অবশ্যই নিজের কাছে রেখে দিতে হবে।
Official Notification | Click Here |