AAI Recruitment 2025: সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) পক্ষ থেকে চাকরিপ্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা এবং আইটিআই যোগ্যতার চাকরিপ্রার্থীদের জন্য অ্যাপ্রেন্টিস ট্রেনিং-এর সুযোগ দেওয়া হচ্ছে। যারা এয়ারপোর্টে কাজ করতে ইচ্ছুক, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবার অ্যাপ্রেন্টিস ট্রেনি পদে মোট ১৩৪ জন প্রার্থী নিয়োগ করবে। বিভাগভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচে দেওয়া হলো:
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস | ৪২ জন |
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস | ৪৭ জন |
আইটিআই অ্যাপ্রেন্টিস | ৪৬ জন |
বয়সসীমা
আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৬ বছর, হিসাব করতে হবে ৩১/০৩/২০২৫ তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য।
শিক্ষাগত যোগ্যতা
- গ্র্যাজুয়েট / ডিপ্লোমা / আইটিআই ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
- শুধুমাত্র ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন।
- এই নিয়োগ মূলত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খন্ড, ছত্তিশগড়, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলের প্রার্থীদের জন্য।
কর্মস্থল
নিযুক্ত প্রার্থীদের কর্মস্থল হতে পারে:
- পশ্চিমবঙ্গ: বাগডোগরা, বহরমপুর, কোচবিহার
- অন্যান্য রাজ্য: ভুবনেশ্বর, দেওঘর, পাটনা, গয়া, রায়পুর প্রভৃতি
মাসিক বেতন
পদের ভিত্তিতে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে:
পদের নাম | বেতন |
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস | ₹১৫,০০০ |
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস | ₹১২,০০০ |
আইটিআই অ্যাপ্রেন্টিস | ₹৯,০০০ |
নিয়োগ প্রক্রিয়া
- আবেদনকারীদের শিক্ষাগত নম্বরের ভিত্তিতে একটি মেধা তালিকা (Merit List) প্রস্তুত করা হবে।
- তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন-এর মাধ্যমে চূড়ান্ত বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
এক্ষেত্রে সকলকে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। সবার আগে চাকরি প্রার্থীদের ন্যাশনাল অ্যাপেন্টিস পোর্টালে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর গ্রাজুয়েট অথবা ডিপ্লোমা এপ্রেন্টিসরা nats.education.gov.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবে। আইটিআই অ্যাপ্রেণ্টিসরা www.apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবে। তারপর ইচ্ছুক এরিয়ার ফটো অথরিটি অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর জন্য আবেদন জানাতে হবে।
Official Notification | Download |
বিভিন্ন সরকারি চাকরির খবর জানতে Jobs Notify ওয়েবসাইটে যান।