লাখপতি দিদি প্রকল্প: এবারে লক্ষাধিক টাকা পাবেন মহিলারা, দেখুন আবেদন পদ্ধতি

By Sumi Roy

Updated on:

Lakhpati Didi

লোকসভা নির্বাচনের আগেই আরেকটি প্রকল্পের উপর জোর দিচ্ছেন মোদি সরকার। আর সেই প্রকল্প হলো লাখপতি দিদি। গত বছর স্বাধীনতা দিবসের দিন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ভাষণে তিনি বলেছিলেন লাখপতি দিদি প্রকল্পের কথা। তবে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন অন্তর্বর্তী বাজেট এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের লাখপতি দিদি প্রকল্পের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন, অর্থমন্ত্রী জানিয়েছেন যে এবারে মোটামুটি তিন কোটি ‘লাখপতি দিদি’ তৈরি করার লক্ষ্য রয়েছে। সামনেই লোকসভা নির্বাচন। এবার কেন্দ্র সরকার এই লোকসভা নির্বাচনের আগেই লাখপতি দিদি প্রকল্পকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। তাহলে এবার দেখিনি যে এই লাখপতি দিদি প্রকল্পটি আসলে কি এবং এর কি কি সুবিধা রয়েছে, এ সমস্ত একাধিক বিষয়ে জানতে হলে আপনাকে অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়তে হবে।

লাখপতি দিদি প্রকল্প আসলে কী

আসলে কেন্দ্র সরকার চাইছেন যে দেশের মহিলারা যাতে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং তাঁরই মধ্যে একটি প্রকল্প হল ‘লাখপতি দিদি যোজনা’ (Lakh pati Didi Yojana)। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, দেশের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন ধরনের ‘স্কিল ডেভলেপমেন্ট ট্রেনিং’ দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বাদেও আর্থিকভাবেও সাহায্য করা হবে যাতে মহিলারা লাখপতি হয়ে উঠতে পারে সেই লক্ষ্য নিয়েই কাজ করা হবে। অর্থাৎ মহিলাদের বিভিন্ন রকম কাজ শিখিয়ে এবং সে কাজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আর্থিকভাবে সাহায্য করে মহিলাদের কর্মব্যবস্থার সুযোগ করে দেওয়া হবে। এতে মহিলারা মাসে ভালো টাকা আয় করতে পারবে।

মহিলাদের কি কি প্রশিক্ষণ দেওয়া হবে?

এই প্রকল্পের সুবিধা পাবেন শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজির মহিলা সদস্যরাই। এক্ষেত্রে মহিলাদের যে যে প্রশিক্ষণ দেওয়া হবে তার মধ্যে হল এলইডি বাল্ব তৈরি করা, প্লাম্বিং ড্রোন মেরামত করা ইত্যাদি। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রায় এক লাখ টাকার বেশি আয় করতে পারবেন, প্রকল্পের বিভিন্ন রকম সুবিধা নিতে পারবেন। মহিলারা সুদ ছাড়া পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের সুবিধা পাবেন। এছাড়া কৃষি কাজে যাতে ড্রোনের মাধ্যমে নজরদারি করা যায় তার জন্য প্রায় ১৫ হাজার মহিলাকে ড্রোন চালানোর কাজে শেখানো হবে। আরো বিস্তারিত জানতে হলে আপনাকে অবশ্যই নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে বিভিন্ন রকম তথ্য জেনে নিতে পারেন।

আরও পড়ুন: ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ, দেখুন আবেদন পদ্ধতি

কতজন এই প্রকল্পের সুবিধা পাবে?

প্রথমে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে প্রায় ২ কোটি ‘লাখপতি দিদি তৈরি করা হবে। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার বাজেটে জানিয়েছেন যে তাদের লক্ষ্য ৩ কোটি ‘লাখপতি দিদি তৈরি করা।

আবেদন করতে কী কী লাগবে?

এবার দেখিনি লাখপতি দিদি প্রকল্পের জন্য আবেদন করতে হলে কি কি নথি লাগবে। লাখপতি দিদি প্রকল্পের জন্য আবেদন করবেন ভাবছেন তাদের কিন্তু কিছু নথি জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে আধার কার্ড, প্যান কার্ড, বাসস্থানের প্রমাণ পত্র, এবং সেই সঙ্গে আবেদনকারীর ব্যাংক একাউন্টের তথ্য, পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র বা সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর এবং ইমেল আইডি। এর সঙ্গে অবশ্যই জমা দিতে হবে আবেদনকারী যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তার একটি প্রমাণ পত্র।

Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।

Leave a Comment