Senior Citizen Saving Scheme: কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে মৃত সরকারি কর্মচারীদের স্ত্রীদের জন্য একটি বিশেষ সুবিধার আয়োজন করেছেন এই স্কিমের মাধ্যমে। এই বিশেষ স্কিমের নাম হল সিনিয়র সিটিজেন সেভেন স্কিম। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছেন গত সাতই নভেম্বর থেকে এই প্রকল্প এবং সুবিধা চালু করা হয়েছে।
এই স্কিমের মাধ্যমে যে সমস্ত রাজ্য এবং কেন্দ্র সরকারি কর্মচারীরা মারা গেছেন তাদের স্ত্রীদের আর্থিক সুবিধা দেওয়া হবে। এই স্কিমে আবেদন করতে গেলে কি কি শর্ত মানতে হবে? কিভাবে আবেদন করতে হবে? এ সমস্ত একাধিক বিষয়ে জানতে হলে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন।
অর্থ মন্ত্রকের নির্দেশ
কেন্দ্রীয় অর্থ মন্ত্র জানিয়েছেন, যদি কোন সরকারি কর্মচারী ৫০ বছর পূর্ণ করে থাকেন এবং অন্যান্য নির্দিষ্ট সব শর্তপূরণ সাপেক্ষে মারা যায় তাহলে তার স্ত্রীকে এই স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হবে। এছাড়াও যে সকল কর্মচারীরা কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মী যারা অবসরের অবসরকালীন সুবিধাবাদ মৃত্যুর কারণে ক্ষতিপূরণ পাওয়ার জন্য যোগ্য তাদেরকেও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু প্রতিরক্ষা বিভাগে কাজ করে যারা অবসর নিচ্ছেন তাদের ক্ষেত্রে নিয়ম বা শর্তর কোন পরিবর্তন করা হচ্ছে না তারা ৫০ বছর পূর্ণ করার পরেই এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
আরও পড়ুন: PM Free Silai Machine Yojana: সেলাই মেশিন পেতে পারেন আপনিও, দেখুন বিস্তারিত
স্কিমের সুবিধা
সিনিয়র সিটিজেন সেভিং স্কিম হলো একটি স্বল্প সঞ্চয়কারী প্রকল্প। এই স্কিমে আবেদন করার মত যদি কোন প্রার্থী থেকে থাকে তাহলে পোস্ট অফিসে গিয়ে এই একাউন্ট খুলতে পারেন। এই একাউন্টে তাদের আসল এবং সুদবাবদ প্রাপ্ত টাকা সুরক্ষিত থাকবে বলে নিশ্চয়তা দিয়েছেন সরকার। এখানে ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। প্রতি তিন মাস অন্তর অন্তর সুদের হার পরিবর্তন করা হয় কেন্দ্রের দাবি গত বছরে তুলনায় চলতি বছরে প্রকল্পের বিনিয়োগ প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: Yuvasree Scheme: বেকার যুবক-যুবতীরা পাবেন প্রতি মাসে ১৫০০ টাকা, জানুন কারা কারা পাবে টাকা
এই স্কিমের অন্যান্য সুবিধা
এরকম অনেক ব্যক্তি রয়েছে যারা ষাট বছর পূর্ণ হওয়ার পরে অবসর নেওয়ার পরে ৫০ বছর অতিক্রম করেছেন কিন্তু এখনো অ্যাকাউন্ট খুলতে পারেননি। তাদের ক্ষেত্রে আগের অবসরকালীন সুবিধা একমাস নেওয়ার পরেই এই অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হতো কিন্তু এখন অবসর গ্রহণের তিন মাস পর এই স্কিমে একাউন্ট খোলার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। এ সময় যদি তারা নিজেদের অ্যাকাউন্ট খুলতে চায় তাহলে তাদের উপযুক্ত কাগজপত্র জমা দিতে হবে।
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।