ANM GNM Admission 2024: আপনি কি নার্স হতে চান, তাহলে আপনার জন্য রয়েছে বড় সুযোগ। যারা নার্সিং এর জন্য পড়াশোনা করতে চান তাদের জন্য সুখবর। ANM এবং GNM কোর্সে ২০২৪ সালের ভর্তি জন্য আবেদন শুরু হয়েছে, কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি থাকতে হবে, বয়স কত কি হতে হবে, আবেদনের তারিখ কত কি, এ সমস্ত একাধিক বিষয়ে জানতে হলে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন।
সুচিপত্র
ANM GNM ভর্তি 2024 (ANM GNM Admission 2024)
WBJEE বোর্ডের পক্ষ থেকে ANM GNM ভর্তি নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেক ইচ্ছুক প্রার্থীরা ANM GNM কোর্সের জন্য আবেদন করতে পারবেন। WBJEE অনলাইন পদ্ধতিতে GNM এবং ANM নার্সিং এর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। বিভিন্ন সরকারী এবং বেসরকারী ইনস্টিটিউট গুলি WBJEE বোর্ডের পরীক্ষার (WBJEE ANM GNM Exam 2024) মাধ্যমে ভর্তি করবে। GNM নার্সিং হল ৩ বছরের নার্সিং কোর্স এবং ANM ২ বছরের কোর্স।
আবেদনের তারিখ
ANM GNM কোর্সে ভর্তির এন্টাস পরীক্ষার আবেদন অলরেডি শুরু হয়ে গেছে ২১.০৩.২০২৪ থেকে। এই আবেদন চলবে ২১ এপ্রিল পর্যন্ত। আবেদনের পরে লিখিত পরীক্ষা নেওয়া হবে ১৪-৭-২০২৪ তারিখে।
কারা কারা আবেদন করতে পারবে?
- উপরোক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পড়ুয়াকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পার্থীকে।
- প্রার্থীকে অবশ্যই বাংলা অথবা নেপালি ভাষা পড়তে ও লিখতে জানতে হবে।
- ANM পদে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে।
- GNM পদে পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবে।
- শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চমাধ্যমিকে 40% নম্বর থাকলে আবেদন করতে পারবে।
- আবেদনকারীর বয়স ন্যূনতম ১৭ বছর হতে হবে এবং সেই বয়স ৩১ জুলাই ২০২৪ তারিখ অনুযায়ী হতে হবে। এছাড়া আপার বয়স সীমার কোন উল্লেখ নেই।
আবেদন করতে হলে কত টাকা ফ্রি হিসেবে দিতে হবে?
ANM GNM কোর্সে ভর্তির জন্য এন্ট্রাস পরীক্ষার আবেদনের ফি হিসেবে নির্দিষ্ট একটি টাকা জমা করতে হবে। কোন ক্যাটাগরি কত টাকা দিতে হবে নিচে দেওয়া হল।
- তপশিলি জাতি, উপজাতি, ওবিসি, আর্থিক অনগ্রসর ইত্যাদি শ্রেণীর পরীক্ষার্থীদের ৩০০ টাকা আবেদন ফি জমা করতে হবে।
- বাকি সমস্ত শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য ৪০০ টাকা করে আবেদন ফ্রি জমা করতে হবে।
ANM GNM 2024 এর এক্সাম প্যাটার্ন
ANM GNM admission পরীক্ষাতে জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এবং লজিক্যাল রিজিনিং বিষয় থেকে প্রশ্ন থাকবে। এখানে টোটাল ১০০ টি প্রশ্ন থাকে যার পূর্ণমান হল ১১৫। শালা এই পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।
১. সবার প্রথমে WEJEE এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbjee.nic.in গিয়ে Apply for ANM(R) & GNM 2024 examination option এ click করতে হবে।
২. এরপর New Registration এ click করতে হবে। এরপর নিজের নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হবে। মোবাইল নম্বর এবং ইমেইল এর মাধ্যমেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড আসবে।
৩. রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড এবং জন্ম তারিখ দিয়ে লগইন করে আবেদন পত্রে সমস্ত নথি দিতে হবে।
৪. তারপর JPGE format এ ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে।
৫. এরপর আবেদন ফ্রি জমা করতে হবে।
৬. এরপর WBJEE NM GNM admission 2024 এর Application Confirmation Page Download করে নিতে হবে।
৭. এরপর ফাইনাল সাবমিট করতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন লিঙ্ক | Click Hare |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Hare |
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।