UPSC তে IES ISS পদে কর্মী নিয়োগ, আবেদন অনলাইনের মাধ্যমে করা যাবে, বিস্তারিত জেনে নিন

By Amit Sarkar

Published on:

UPSC তে IES ISS পদে কর্মী নিয়োগ

UPSC IES ISS Recruitment 2024: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পক্ষ থেকে ভারতীয় অর্থনৈতিক পরিষেবা পরীক্ষা ২০২৪ এবং ভারতীয় পরিসংখ্যান পরিষেবা পরীক্ষা ২০২৪ এর জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা UPSC IES ISS নিয়োগ ২০২৪ এর জন্য UPSC অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। UPSC IES ISS পদে নিয়োগের সমস্ত তথ্য নিয়ে আলোচনা করবো আপনারা পুরো প্রতিবেদনটি সম্পূর্ণ পড়বেন।

UPSC তে IES ISS পদে কর্মী নিয়োগ (UPSC IES ISS Recruitment 2024)

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪৮ টি শূন্য পদে IES এবং ISS কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে ভারতের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে বয়স কত কি হতে হবে? বেতন কত করে দেবে? কি কি যোগ্যতা থাকতে হবে? এই সমস্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়ে ভালো করে পড়ে, শুনে, বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

পদের নাম

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪৮ টি শূন্য পদে দুটি পোস্টে কর্মী নিয়োগ করা হবে। পোস্ট দুটির নাম হল- Indian Economic Service (IES) এবং Indian Statistical Service (ISS)।

মোট শূন্য পদের সংখ্যা

কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪৮ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। পোস্ট অনুযায়ী শূন্যপদ সংখ্যা নীচে দেওয়া হল।

  • Indian Economic Service (IES)- এই পোস্টে মোট 18 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
  • Indian Statistical Service (ISS)- এই পোস্টে মোট ৩০ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনকারীর বয়সসীমা

UPSC এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী উপরোক্ত পদে আবেদন করতে চাইলে আবেদনকারীদের বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সেই বয়স কিন্তু ০১/০৮/২০২৪ অনুযায়ী হতে হবে। এছাড়া গভর্মেন্টের নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

Indian Economic Service (IES)- এ পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের অর্থনীতি /ফলিত অর্থনীতি /ব্যবসায়িক অর্থনীতি /অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি করা থাকতে হবে।

Indian Statistical Service (ISS)- এ পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের একটি বিষয় হিসেবে পরিসংখ্যান /গাণিতিক পরিসংখ্যান /ফলিত পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রী বা পরিসংখ্যান /গাণিতিক পরিসংখ্যান /ফলিত পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

আবেদন মূল্য

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী উক্ত পদে আবেদন করতে চাইলে আবেদন ফি হিসেবে কিছু টাকা দিতে হবে। আবেদন ফি কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

  • UR/ OBC/ EWS- ২০০ টাকা দিতে হবে।
  • SC/ ST/ PWD/ মহিলা – কোন টাকা দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শুরুর তারিখ ১০/০৪/২০২৪। এবং আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ৬:০০ পর্যন্ত। আবেদনপত্র সংশোধন করার ডেট রয়েছে ১-৭ মে পর্যন্ত, এবং পরীক্ষার তারিখ হল ২১/০৬/২০২৪।

আবেদনকারীদের নিয়োগ প্রক্রিয়া

কয়েকটি ধাপের মধ্যে দিয়ে উপযুক্ত প্রার্থীদের বাছাই করে নেয়া হবে।

  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • মেডিকেল পরীক্ষা

আবেদন পদ্ধতি

  • এক্ষেত্রে আবেদন করতে চাইলে অনলাইনে আবেদন করতে হবে।
  • প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপরে লগইন করে আবেদন পত্র সম্পূর্ণ তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।
  • প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলি আপলোড করতে হবে।
  • অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
  • নির্দিষ্ট ডেট এবং সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন Link» Online Form
অফিসিয়াল বিজ্ঞপ্তি» Download
অফিসিয়াল ওয়েবসাইট» Visit Now

আপনি যদি বিভিন্ন রকম তথ্য এবং চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ‘ডেলিখবরবাংলা’ ওয়েবসাইটের Telegram এবং WhatsApp চ্যানেলটি ফলো করে রাখুন।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।