HURL Recruitment 2024: হবে অনলাইনে ফর্ম ফিলাপ! দেখে নিন বিস্তারিত

By Amit Sarkar

Published on:

HURL Recruitment 2024

HURL Recruitment 2024: Hindustan Urvarak & Rasayan Limited (HURL) এর পক্ষ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য যারা অপেক্ষা করেছিলেন তাদের জন্য বড় সুযোগ। আপনারা এখানে অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত রকম তথ্য জানতে হলে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন।

HURL Recruitment 2024

Hindustan Urvarak & Rasayan Limited (HURL) এর পক্ষ থেকে একাধিক শূন্য পদে ম্যানেজার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতি মধ্যেই প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের যেকোনো জেলা থেকে কিন্তু আবেদনকারীরা আবেদন জানাতে পারবে। এবার দেখে নেব আবেদনকারীদের বেতন কত করে দিবে? বয়স সীমা কত কি হতে হবে? যোগ্যতা কি হতে হবে? কতগুলো শূন্য পদ রয়েছে? ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে ভালোমতো দেখে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

পদের নাম

হিন্দুস্তান উর্ভরক এন্ড রসায়ন লিমিটেডের পক্ষ থেকে একাধিক শূন্য পদে ম্যানেজার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য পোস্টে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে পোস্ট গুলির নাম হলো ম্যানেজার, ইঞ্জিনিয়ার, অফিসার, চিফ ম্যানেজার, এসিস্ট্যান্ট ম্যানেজার। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই এ সমস্ত পথগুলোর জন্য আবেদন জানাতে পারবেন।

মোট শূন্যপদ সংখ্যা

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৮০টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদের মধ্যে চিফ ম্যানেজার পোস্ট এর জন্য কিন্তু ২ টি শূন্য পদ রয়েছে, ম্যানেজার পোস্ট এর জন্য ২০ টি শূন্য পদে রয়েছে, অফিসার পোস্টের জন্য কিন্তু ১৭ টি শূন্য পদ রয়েছে, ইঞ্জিনিয়ার পোষ্টের জন্য ৩৪টি শূন্য পদ ধার্য করা রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য ৭ টি পোস্ট রয়েছে।

আরও পড়ুন: UPSC AC Recruitment 2024: ৫০৬টি শুন্য পদে হবে নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা

সংস্থার অফিসার বিজ্ঞপ্তি অনুযায়ী যেহেতু একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে সে ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম যোগ্যতা থাকা প্রয়োজন আবেদনকারীদের। এক্ষেত্রে আবেদনকারীদের যে কোন স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে আবেদনকারীদের Engineering/B.Sc/ M.Sc/CA/CMA/PGDM/MBA/ DEGREE/ MSW/Post Graduate Diploma/ Bachelor Degree ইত্যাদি পাস করা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।

বয়স সীমা

আবেদনকারীদের বয়স বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম রয়েছে। তবে ন্যূনতম বয়স হলো ৩০ বছর এবং সর্বোচ্চ বয়স ৪৭ বছর এর মধ্যে হতে হবে। সেই বয়স কিন্তু ২০/০৫/২০২৪ অনুযায়ী হতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

HURL এর অধীনে বিভিন্ন পদের জন্য নির্বাচন প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা নেওয়া হবে প্রথমে এবং পরে ডিজি বা সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শুরু হয়েছে ২১/০৪/২০২৪ তারিখে এবং এই আবেদন চলবে ২০/০৫/২০২৪ তারিখ পর্যন্ত।

আবেদন পদ্ধতি

এক্ষেত্রে আবেদন করতে গেলে আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবার আবেদনের ধাপগুলো আমরা পরপর দেখে নেব।

  • প্রথমে প্রার্থীদের HURL লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটে www.hurl.net.in এ যেতে হবে।
  • এবং তারপর কেরিয়ার বিভাগে গিয়ে আবেদন অনলাইন লিংকে ক্লিক করতে হবে।
  • তারপর সেখানে নিজের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর লগ ইন আইডি দিয়ে লগইন করতে হবে।
  • তারপর আপনার পছন্দ সই পদের জন্য আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • সমস্ত বিবরণ যাচাই করে নির্দিষ্ট তারিখ এবং সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে।

আরও পড়ুন: BMC Licence Inspector Recruitment 2024: মোট ১১৮ টি শূন্য পদ

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন লিঙ্ক» Click Here
অফিসিয়াল বিজ্ঞপ্তি» Download Here

আপনি যদি বিভিন্ন রকম তথ্য এবং চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ‘ডেলিখবরবাংলা’ ওয়েবসাইটের Telegram এবং WhatsApp চ্যানেলটি ফলো করে রাখুন।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।