PM Kusum Yojana: লক্ষ লক্ষ টাকার সুবিধা পাবে কৃষক বন্ধুরা! জেনে নিন কি এই যোজনা?

By Sumi Roy

Updated on:

PM Kusum Yojana

কেন্দ্র সরকার মানুষের সুবিধার জন্য নানারকম প্রকল্প চালু করেছে। তেমনই কৃষকদের জন্য প্রকল্প চালু করা ছিল যার নাম হল পিএম কিষান সম্মান নিধি। যার আওতায় বার্ষিক ৬০০০ টাকা করে ভাতা দেওয়া হয় প্রত্যেক কৃষককে। আবার কিন্তু সরকার আরো একটি বড় প্রকল্প চালু করেছে যা পিএম কিষান সম্মান নিধি যোজনা থেকেও বড়। কি ওই যোজনা? কারা কারা সুবিধা পাবে? এসমস্ত একাধিক বিষয় জানতে হলে আমাদের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন।

PM Kusum Yojana 2024

সকল কৃষকদের জন্য সুখবর। এবার কৃষকদের জন্য আরেকটি নতুন প্রকল্প চালু করেছে যার নাম পিএম কুসুম যোজনা। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা ভালো সুবিধা পেতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ৯০ শতাংশ টাকা দেবে বলে জানিয়েছে কেন্দ্র। এছাড়াও আরো অনেক রকম রয়েছে সুযোগ সুবিধা।

এই যোজনার উদ্দেশ্য

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কৃষকদের জন্য চালু করা হয়েছে বিশেষ একটি প্রকল্প যার নাম প্রধানমন্ত্রী কিষান উর্জা সুরক্ষা ইভাম উত্থান মহাবিয়ান যোজনা (Pradhanmantri Kisan Urja Suraksha Evam Utthan Mahabiyan Scheme)। এই প্রকল্পের মাধ্যমে কৃষি ক্ষেত্রে সেচ এবং ডিজিটালাইজেশন ঘটিয়ে কৃষিকে আরো উন্নত করতে এবং কৃষকের আয় বৃদ্ধি করতে ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার এ প্রকল্প চালু করে। এই প্রকল্পটি পরিচালিত হয় মিনিস্ট্রি অফ নিউ এন্ড রেনেওয়েবল এনার্জি (Ministry of New And Renewable Energy) এর অধীনে। অনেকেই এই যোজনার কথা জানেনা। কারণ এই যোজনার মাধ্যমে অন্যান্য প্রকল্পের মত কৃষকদের সরাসরি কিন্তু টাকা দেওয়া হয় না কৃষকদের বরং পরোক্ষভাবে সাহায্য করে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: মুদ্রা যোজনায় দিচ্ছে ২০ লাখ পর্যন্ত ঋণ, গ্যারান্টি কেন্দ্রের

এই যোজনার কি কি সুবিধা রয়েছে?

  • এই যোজনার মাধ্যমে কৃষকদের কৃষিতে উন্নতি করার জন্য সাহায্য করে থাকে কেন্দ্র সরকার।
  • পিএম কুসুম যোজনার মাধ্যমে মূলত গ্রামীণ এলাকায় সৌর বিদ্যুতের প্রসার ঘটানোর জন্য টাকা দেয় সরকার।
  • কৃষকরা যদি কৃষি ক্ষেত্রে সৌর চালিত পাম্প, মোটোর ইত্যাদি ব্যবহার করতে চায় বা করে থাকে তবে তাহলে আর্থিক সাহায্য পাবে সরকারের পক্ষ থেকে।
  • কৃষি কাজে উন্নতি ক্ষেত্রে যদি কেউ মোটর বা সৌরচালিত পাম্প ইত্যাদি ব্যবহার করতে থাকেন এর জন্য কৃষকের যা খরচ হবে তার ৯০ শতাংশ টাকা যোগান দেবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে।
  • তবে সরকার থেকে যে ৯০ শতাংশ টাকা পাওয়া যাবে তার মধ্যে ৬০ শতাংশ টাকা কিন্তু কৃষকদের ভর্তুকি দেওয়া হয়, আর ৩০ শতাংশ টাকা দেওয়া হয় ঋণ আর বাকি ১০ শতাংশ খরচ দিতে হয় কৃষকদের।
  • এই যোজনার মাধ্যমে সরকার জীবাশ্ম জ্বালানির বিদ্যুৎ ব্যবহার কমিয়ে সৌর শক্তির প্রসার ঘটনোর চেষ্টা করছে যার ফলে পরিবেশ দূষণ কম হবে বা রোধ হবে। এবং তার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সম্পদের ভান্ডারও বেঁচে যাবে।

আরও পড়ুন: আপনার রেশন কার্ড বাতিল হতে পারে! কেন হবে?

আবেদন পদ্ধতি

  • পিএম কুসুম যোজনা সুবিধা পেতে হলে কৃষকদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • পিএম কুসুম যোজনার সুবিধা কিন্তু কৃষক একা একা পাবেন না। এই যোজনার সুবিধা পেতে হলে কৃষকদের একত্রিত হয়ে বা সমষ্টিগতভাবে আবেদন জানাতে হবে।
  • এগুলোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম স্বনির্ভর গোষ্ঠী সমবায় সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের দপ্তরের তরফ থেকেও আবেদন জানানো যায়।
  • অফলাইনে আবেদন করতে গেলে কৃষকদের একত্রে একটি দরখাস্ত লিখতে হয় এবং সেই দরখাস্ত লেখার নীচে সকলকে সই করতে হয়। এরপর সে কাগজের সঙ্গে অন্যান্য ডকুমেন্টগুলো যেগুলো লাগবে সেগুলো একসাথে করে দরখাস্তটি জমা দিতে হয়।
Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।