উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর অবশেষে পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন চলে এলো। আগামী বুধবার ৮ই মে ২০২৪ তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে চলেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ জানিয়েছে যে বুধবার বেলা ১ টায় রেজাল্ট ঘোষণা করা হবে। তবে দুপুর ৩ টেয় বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন ছাত্র-ছাত্রীরা। ছাত্রছাত্রীরা তাদের মার্কশিট হাতে পাবে ১০ ই মে ২০২৪ তারিখে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (WB HS Result 2024)
২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু হয় ১৬ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছে ২৮ শে ফেব্রুয়ারিতে। লক্ষ লক্ষ পরীক্ষার্থী এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সকলেই কিন্তু তাদের রেজাল্টের জন্য অধীর আগ্রহে বসে আছে। মাধ্যমিক রেজাল্ট প্রকাশের পরই কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। ৮ ই মে, বুধবার হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ। ছাত্র-ছাত্রীরা নিজেদের মোবাইলের মাধ্যমে বাড়িতে বসেই নিজের রেজাল্ট চেক করে নিতে পারবে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের PDF
কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন?
ছাত্র-ছাত্রীরা বাড়িতে বসে নিজের রেজাল্ট চেক করে নিতে পারবে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে। ছাত্রছাত্রীরা নিজেদের পরীক্ষার রেজাল্ট দেখতে হলে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এছাড়াও কয়েকটি সংবাদ মাধ্যমের ওয়েবসাইটেও দেখা যাবে রেজাল্ট। ওয়েবসাইট গুলি হল www.wbchse.wb.gov.in, www.wbresults.nic.in, ও www.results.shiksha। রেজাল্ট জানার পাশাপাশি কিন্তু নিজেদের মার্কশিট ডাউনলোড করে নিতে পারবে ছাত্রছাত্রীরা। এছাড়া রেজাল্ট প্রকাশিত হলে আমাদের এই ডেলি খবর বাংলা ওয়েবসাইটের রেজাল্ট লিঙ্ক দিয়ে দেব সেখান থেকেও রেজাল্ট দেখতে বা ডাউনলোড করে নিতে পারবে পরীক্ষার্থীরা, এছাড়াও SMS এর মাধ্যমেও দেখা যাবে।
কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করবেন?
- সবার প্রথমে www.wbchse.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর West Bengal HS Result 2024 লিংকে ক্লিক করতে হবে।
- ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে।
- সেখানে নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
- তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
- তারপর ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে এবং ডাউনলোড করতে পারবেন।
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।