HS Exam Routine 2025: উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন PDF

By Indrani Sarkar

Updated on:

HS Exam Routine 2025

HS Exam Routine 2025: চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ। সকলে এবার প্রস্তুত হচ্ছে 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। ছাত্রছাত্রীরা শুরু করে দিয়েছে তাদের পড়াশুনা। এই প্রতিবেদনে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক রুটিন শেয়ার করলাম। যার মধ্যে আগামী বছরের তথা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া আছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ গত ২৯শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার অফিসিয়াল ভাবে ঘোষণা করেছে এই রুটিন।

HS Exam Routine 2025

২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন কিছুটা এগিয়ে নিয়ে আসা হয়েছিল লোকসভার ভোটের কারণে। তবে এবার 2025 সালে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে মার্চ মাস থেকেই। ২০২৫ সালে পরীক্ষা শুরু হবে ৩ রা মার্চ থেকে এবং পরীক্ষা শেষ হবে ১৮ ই মার্চ ২০২৫ তারিখে। সমস্ত বিষয়ের পরীক্ষা প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১.১৫ পর্যন্ত হবে। পরীক্ষার সময়সীমা কিন্তু ৩ ঘন্টা ১৬ মিনিট। তবে শুধুমাত্র হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট গুলির পরীক্ষার সময়সীমা ২ ঘন্টা অর্থাৎ সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হবে।

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন PDF

উচ্চ মাধ্যমিক ২০২৫ সালের পরীক্ষার রুটিন এই প্রতিবেদনে সরাসরি দিয়ে দিয়েছি। তোমরা দেখে নিতে পারবে পরীক্ষা কবে থেকে শুরু হবে, কবে কোন পরীক্ষা হবে ইত্যাদি বিষয়। তোমরা ২০২৫ সালের রুটিন দেখেও নিতে পারো এবং প্রয়োজনে রুটিনটির PDF ফাইলটিও সংগ্রহ করে নিতে পারো।

৩ মার্চ ২০২৫সোমবারবাংলা (A), ইংলিশ (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি
৪ মার্চ ২০২৫মঙ্গলবারভোকেশনাল সাবজেক্ট- হেলথকেয়ার, অটোমোবাইল, অরগানাইজড রিটেইলিং, সিকিউরিটি, IT and ITES, ইলেকট্রনিক্স, ট্যুরিজম এন্ড হসপিটালিটি, পাম্বলিং, কন্সট্রাকশন, অ্যাপারেল, বিউটি এন্ড অয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার।
৫ মার্চ ২০২৫বুধবারইংরেজি (B), বাংলা (B), হিন্দি (B), নেপালি (B), অল্টারনেটিভ ইংলিশ
৬ মার্চ ২০২৫বৃহস্পতিবারইকোনমিক্স
৭ মার্চ ২০২৫শুক্রবারফিজিক্স, নিউট্রিশান, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি
৮ মার্চ ২০২৫শনিবারকম্পিউটার সাইন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সাইন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস
১০ মার্চ ২০২৫সোমবারকমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং, ফিলোজফি, সোসিওলজি
১১ মার্চ ২০২৫মঙ্গলবারকেমিস্ট্রি, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ
১৩ মার্চ ২০২৫বৃহস্পতিবারঅঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস
১৭ মার্চ ২০২৫সোমবারবায়োলজিক্যাল সাইন্স, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান
১৮ মার্চ ২০২৫মঙ্গলবারস্ট্যাটিস্টিক্স, ভূগোল, কস্টিং এন্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট

আরও পড়ুন: ডাউনলোড করে নিন উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র

WB HS Exam Routine 2025 PDF

বোর্ডের নামপশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ
পরীক্ষার নামউচ্চমাধ্যমিক
HS Exam Routine 2025 PDFDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটwbchse.wb.gov.in
Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।