কেন্দ্রীয় শ্রম দপ্তরে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে হবে নিয়োগ, দেখে নিন বিস্তারিত

By Amit Sarkar

Published on:

কেন্দ্রীয় শ্রম দপ্তরে কর্মী নিয়োগ

এমপ্লয়ি স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন, মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট ভারত সরকারের পক্ষ থেকে নতুন একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের মধ্যে থেকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে এখানে যে কোন একটি পোস্টে চাকরির জন্য আবেদন করতে পারে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

কেন্দ্রীয় শ্রম দপ্তরে কর্মী নিয়োগ 2024

ESIC মেডিকেল কলেজ এন্ড হসপিটালে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন রকম পোস্টে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে। এই চাকরিটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকের বেসিসে হবে। এবার দেখে নেব আবেদন করতে হলে আবেদনকারীদের যোগ্যতা কি হতে হবে? বয়স কত কি হতে হবে? ইত্যাদি বিষয়।

পদের নাম

সংস্কার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। এই পোস্টগুলি নাম হলো- Professor, Associate Professor, Assistant Professor, Super specialist, Senior Residents.

মোট শূন্য পদ সংখ্যা

অফিসিয়াল বিভক্তি অনুযায়ী মোট ১০৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনকারীর বয়সসীমা

সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ৬৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়া শুধুমাত্র সিনিয়র রেসিডেন্ট পদের জন্য প্রার্থীদের ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

এই ক্ষেত্রে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের NMC/MCI/MBBS/PG Degree/ডিপ্লোমা ডিগ্রী করা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিস্তারিতভাবে জানতে চাইলে অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।

আরও পড়ুন: Bankura District Court Recruitment 2024: Group D পদে হবে নিয়োগ

বেতন

উপরোক্ত পথগুলিতে আবেদন করে আপনি যদি চাকরি পান সে ক্ষেত্রে আপনার বেতন থাকবে ৬৭,৭০০ টাকা থেকে ২,০১,২১৩ টাকা পর্যন্ত।

আবেদন ফি

এই আবেদন ফি কিন্তু ইন্টারভিউ এর সময় নেওয়া হবে। এক্ষেত্রে আবেদনকারীদের অন্যান্য সমস্ত ক্যাটাগরিদের জন্য ২২৫ টাকা করে দিতে হবে। এছাড়া SC/ST/ESIC (Regular Employees)/PH/ মহিলা/ এক্স সার্ভিস ম্যান এ সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের কোন আবেদন ফি দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২১/৫/২০২৪ তারিখে। আবেদনের শেষ তারিখ হল ৪/৬/২০২৪।

আবেদন পদ্ধতি

এক্ষেত্রে প্রার্থীদের অফলাইন বা অনলাইন কোনভাবেই আবেদন করতে হবে না সরাসরি প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। আপনারা নিজেদের বায়োডাটা তৈরি করে নিতে হবে। এরপর সেই বায়োডাটার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের ফটোকপি যুক্ত করে নিতে হবে। তারপর সেই সমস্ত নথি নিয়ে ইন্টারভিউ এর দিন সংস্থার নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হবে।
ঠিকানা- Academic Block, ESIC Mch, Desula Mia, Alwar (RAJ) 301030.

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Hare
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।