BSF Water Wing পদে কর্মী নিয়োগ! মোট ১৬২ টি শূন্যপদ সংখ্যা, দেখুন বিস্তারিত

By Amit Sarkar

Updated on:

BSF Water Wing পদে কর্মী নিয়োগ

ডিরেক্টরেট জেনারেল বোর্ডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ B এবং গ্রুপ C (Water Wing) পোস্ট এ কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। ভারতের যে কোন জেলা থেকেই আবেদনকারী আবেদন জানাতে পারবে। এখানে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচিত করা আছে, ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি প্রতিবেদনটি পড়বেন।

পদের নাম

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে গ্রুপ B এবং C (Water Wing) পোস্টে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ সংখ্যা

BSF এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে মোট ১৬২টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে SI (Master) এর জন্য রয়েছে ৭ টি শূন্য পদ, SI (Engine Driver) পদের জন্য রয়েছে ৪ টি শূন্য পদ, HC (Master) পদের জন্য ৩৫ টি শূন্য পদ রয়েছে, HC (Engine Driver) পদের জন্য ৫৭ টি শূন্য পদ রয়েছে, HC (Workshop) পদের জন্য ১৩ টি শূন্য পদে রয়েছে, এবং Constable (Crew) পদের জন্য ৪৬ টি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে আবেদনকারীদের বিভিন্ন রকম পোস্ট অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোন কোন পদের ক্ষেত্রে আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আবার কোন কোন পদের ক্ষেত্রে আবেদনকারীদের মাধ্যমিক পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত জানতে হলে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।

বয়স সীমা

বয়স সীমার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী আলাদা আলাদা বয়সসীমা ধার্য করা রয়েছে। যেমন SI পদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২২ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। এবং HC এবং Constable পদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন

উপরোক্ত পদ গুলির জন্য আবেদন করে আপনারা যদি চাকরি পান তাহলে আপনাদের বেতন থাকবে SI পদের জন্য ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকার মধ্যে। এছাড়া HC পদের জন্য চাকরিপ্রার্থীদের বেতন থাকবে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত। এবং Constable পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বেতন থাকবে প্রতি মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকার মধ্যে।

আবেদন ফি

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ B পোস্টের জন্য Gen/OBC/EWS ক্যাটাগরির প্রার্থীদের ২০০ টাকা করে আবেদন ফি জমা করতে হবে, এছাড়া গ্রুপ C পোষ্টের ক্ষেত্রে ১০০ টাকা করে আবেদন ফি জমা করতে হবে। এক্ষেত্রে কিন্তু কোন পোষ্টের জন্যই ST/SC/ESM ক্যাটাগরির প্রার্থীদের কোন ফি জমা দিতে হবে না। আবেদন ফি কিন্তু অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি

এক্ষেত্রে সঠিক ও যোগ্য প্রার্থী নিয়োগের জন্য সংস্থার পক্ষ থেকে লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং মেডিকেল এক্সামিনেশন এর মাধ্যমে প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৮/০৫/২০২৪ তারিখে এবং আবেদন শুরু হবে ১/৬/২০২৪ তারিখে এবং আবেদনের শেষ তারিখ হল ৩০/০৬/২০২৪।

আরও পড়ুন: Cochin Shipyard Jobs 2024: সেফটি অ্যাসিস্ট্যান্ট পদে হবে নিয়োগ

আবেদন পদ্ধতি

  • এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে দেখে নিতে হবে।
  • তারপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এপ্লাই লিংক খুঁজে নিয়ে তাতে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • সঙ্গে প্রয়োজনীয় যে সমস্ত নথি চেয়েছে সেগুলো আপলোড করতে হবে।
  • অনলাইনের মাধ্যমে আবেদন ফি দিতে হবে।
  • আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর একটি আবেদনপত্রের প্রিন্ট আউট নিজের কাছে রেখে যেতে হবে।
  • সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন পত্রের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটApply Link
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Here
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।