Krishak Bondhu: জানা গেল কৃষক বন্ধুর টাকা ঢুকবে এই মাসেই, দেখুন বিস্তারিত

By Sumi Roy

Published on:

Krishak Bondhu

পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য নানারকম প্রকল্প চালু করেছে, সে প্রকল্পগুলির মধ্যে কৃষকদের পরিবারের আর্থিক সাহায্য করার জন্য আরেকটি প্রকল্প চালু করেছে তা হল কৃষক বন্ধু প্রকল্প। এবার জানা যাচ্ছে যে এই মাসেই নাকি ঢুকতে পারে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এই প্রতিবেদনে এই নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

আসলে আমাদের এই দেশের কৃষকের সংখ্যা অনেকটাই বেশি, সেই কারণে কৃষকদের জন্য বিভিন্ন সময় কেন্দ্র সরকারের তরফ থেকে ও রাজ্য সরকারের তরফ থেকে নানা রকম প্রকল্পের সুবিধা দেওয়া হয়। সেই রকমই আরেকটি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প। তবে এখন কৃষকদের জন্য একটি সুখবর যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই জুন মাসে শোনা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারীদের একাউন্টে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠাতে চলেছে।

কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য

আসলে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কৃষক পরিবার গুলিকে আর্থিকভাবে সাহায্য করার জন্যই এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা প্রদান হবে। এর আগেও এই প্রকল্পের টাকা পেয়ে কৃষকরা অনেক উপকৃত হয়েছে।

কত টাকা করে দেয় কৃষক বন্ধু প্রকল্পে

পশ্চিমবঙ্গ সরকার প্রতিবছর পশ্চিমবঙ্গের কৃষি বিভাগ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ৫০০০ টাকা করে দুটি কিস্তিতে দেওয়া হয়। এই প্রকল্পে মোট ১০,০০০ টাকা প্রদান করা হয়ে থাকে। তবে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা পেতে হলে সেই ব্যক্তির কিন্তু অবশ্যই কমপক্ষে এক একর জমি থাকতে হবে।। যদি নির্দিষ্ট পরিমাণ জমি না থাকে তাহলে কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাবে না।

আরও পড়ুন: যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা পাবে OBC, General ছাত্রছাত্রীরাও! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কবে ঢুকবে কৃষক বন্ধুর টাকা?

সূত্রের খবর অনুযায়ী জানা গেছে যে এই প্রকল্পের জন্য বরাদ্দ অনুদান মূলত জুন মাসের ২৭ থেকে ২৮ তারিখ এর মধ্যে এই টাকা কৃষকরা তাদের একাউন্টে পাবে। অর্থাৎ জুন মাসের ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে এই টাকা কৃষকদের একাউন্টে ঢুকে যাওয়ার প্রক্রিয়া চালু হবে ইতিমধ্যে সে সংক্রান্ত কাজ শুরু হয়ে গেছে। তবে এই প্রকল্পের টাকা মূলত মে জুন মাসের মধ্যে দিয়ে দেওয়া হয় তবে গত বছরের পঞ্চায়েত নির্বাচনের কারণেই মে জুন মাসের বদলে এপ্রিল মাসে টাকা ঢুকে গিয়েছিল। তবে এবার লোকসভার নির্বাচনের কারণে এই টাকা এবার ঢুকতে পারে জুন মাসে।

কিভাবে টাকা ঢোকার স্ট্যাটাস চেক করবেন?

  • কৃষক বন্ধু একাউন্টে টাকা ঢুকেছে কিনা সে সংক্রান্ত স্ট্যাটাস চেক করতে হলে আপনাকে অনলাইনে চেক করতে হবে।
  • সবার প্রথমে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে krishakbandhu.net যেতে হবে।
  • যদি আপনি প্রথমবার গিয়ে থাকেন সে ক্ষেত্রে আপনাকে Registered Farmer Information অপশনটি বেছে নিতে হবে।
  • তারপর কৃষক বন্ধু স্ট্যাটাসে ক্লিক করতে হবে।
  • সেখানে ক্লিক করার পর আধার নম্বর দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীরা তাদের বর্তমান অবস্থা এবং তার অর্থ প্রদানের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবে।
Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।