দামোদর ভ্যালি কর্পোরেশনের কর্মী নিয়োগ, দুর্দান্ত সুযোগ হাতছাড়া করবেন না

By Amit Sarkar

Updated on:

DVC Recruitment 2024

সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জায়গা থেকে কিন্তু এক্ষেত্রে আবেদনকারীরা আবেদন করতে পারবেন। চাকরির পোস্টিং এর স্থান হবে কলকাতা, পশ্চিমবঙ্গ। ইচ্ছুক প্রার্থীদের আবেদন অনলাইনে মাধ্যমে করতে হবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

নিয়োগ সংস্থাDamodar Valley Corporation (DVC)
বিজ্ঞপ্তির তারিখ২০/৭/২০২৪
পোস্টের নামDeputy General Manager, Senior Manger, Manager & Specialist
মোট শূন্যপদ১৬ টি
চাকরির স্থানDVC Kolkata

পদের নাম ও শূন্য পদ সংখ্যা- দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে ডেপুটি জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, এবং বিশেষজ্ঞ পদে কর্মী নিয়োগ করা হবে। তবে মোট শূন্য পদ কিন্তু রয়েছে ১৬ টি। মোট শূন্য পদ সংখ্যার মধ্যে জেনারেল ম্যানেজার পদের ক্ষেত্রে ৮ টি শুন্য পদ, ম্যানেজার পদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে ৪ টি, এবং স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ পদের ক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৪ টি, এই মিলেই মোট ১৬ টি শূন্য পদ এখানে রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা- প্রকাশিত official বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে আবেদনকারীদের বিভিন্ন পোস্ট অনুযায়ী আলাদা আলাদা শিক্ষা যোগ্যতা থাকতে হবে। তবে আবেদনকারীদের গ্রাজুয়েশন ডিগ্রি/পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রী/MBBS/Law ডিগ্রী করা থাকলে তারা আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।

বয়স সীমা- উপরোক্ত পদে আবেদন করতে চাইলে আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ৪৬ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। সে বয়স কিন্তু ৭/৮/২০২৪ অনুযায়ী হতে হবে।

আবেদনের সময়সীমা- এক্ষেত্রে আবেদন শুরুর তারিখ হল ১৮/৭/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হল ৭/৮/২০২৪।

আবেদন মূল্য- যে সমস্ত প্রার্থীরা General/ OBC (NCL)/EWS ক্যাটাগরির অন্তর্ভুক্ত তাদের আবেদন মূল্য হিসেবে ৩০০ টাকা করে দিতে হবে, এছাড়া যেসব প্রার্থীরা SC/ST/Ex Service Man এবং DVC ডিপার্টমেন্টের রয়েছে তাদের আবেদনমূল্য হিসেবে কোন টাকা দিতে হবে না।

বেতন- সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীরা যদি চাকরি পায় তাহলে তাদের প্রতি মাসে বেতন পাবে জেনারেল ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার হিসেবে ১,২৩,১০০ টাকা থেকে ২,১৫,৯০০ টাকার মধ্যে, ম্যানেজার পদের ক্ষেত্রে প্রতি মাসে বেতন পাবে ৭৮,৮০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা, এবং স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ পদের ক্ষেত্রে বেতন থাকছে ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকার মধ্যে।

আরও পড়ুন: IOCL Recruitment 2024: মোট ৪৬৭ টি শূন্য পদে হবে নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি টি ভালো করে পড়ে নিতে হবে। তারপর এপ্লাই লিঙ্ক খুজে সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে লগইন আইডিতে লগইন করার পরে আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সে সমস্ত ডকুমেন্টের ফটোকপি স্ক্যান করে সঠিক সাইজ মত আপলোড করতে হবে। আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। পুনরায় আবেদন পত্রটি চেক করে নিয়ে সঠিক টাইম ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন সম্পূর্ণ করার পর আবেদন পত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload
অনলাইন আবেদন লিঙ্কClick Here
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।