WB SET 2024: অনলাইনে আবেদন শুরু, জানুন আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিষয়

By Indrani Sarkar

Updated on:

WB SET 2024

WB SET 2024: পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য SET পরীক্ষা পরিচালনার জন্য একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের যে কোন জেলা থেকে যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারে। এই প্রতিবেদনে এই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইনে আবেদন করার শুরুর তারিখ এবং ফি জমা দেওয়ার তারিখ হল ১/৮/২০২৪। অনলাইনে আবেদন এবং ফি প্রদানের শেষ তারিখ হল ৩১/৮/২০২৪। জমা দেওয়া ডাটা এডিটিং এর জন্য তারিখ রয়েছে ৯/৯/২০২৪ থেকে ১১/৯/২০২৪ পর্যন্ত। এছাড়া পরীক্ষার তারিখ হল ১৫/১২/২০২৪।

আবেদন মূল্য: এক্ষেত্রে জেনারেল প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১৩০০ টাকা করে দিতে হবে। OBC (NCL), EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৬৫০ টাকা করে দিতে হবে এবং SC, ST, PwD, Transgender প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৩৫০ টাকা করে দিতে হবে। আবেদন মূল্য জমা কিন্তু অনলাইনের মাধ্যমে দিতে হবে।

যোগ্যতা: প্রার্থীদের মাস্টার ডিগ্রী বা তার সমমানের কোর্স করা থাকতে হবে WB SET পরীক্ষার জন্য আবেদন করতে হলে।

গুরুত্বপূর্ণ তথ্য: পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করার জন্য WB SET পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। এই পরীক্ষায় যে সমস্ত প্রার্থীদের পারফরম্যান্স ভালো থাকবে অর্থাৎ যারা পরীক্ষায় যোগ্য হবেন তারা পশ্চিমবঙ্গের সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য নির্বাচিত হবেন। তবে এ বছরে এই পরীক্ষাটি আয়োজিত হবে ১৫ই ডিসেম্বর ২০২৪ তারিখে। দুটি ধাপে পরীক্ষাটি সমাপ্ত হবে। প্রথম পেপারের পরীক্ষা দিতে হবে ১০০ নম্বরের। দ্বিতীয় পেপারের পরীক্ষা দিতে হবে ২০০ নম্বরের। প্রথম পরীক্ষা হবে এক ঘন্টার জন্য যেটা শুরু হবে ১০:৩০ থেকে এবং শেষ হবে ১১:৩০ টায়। দ্বিতীয় পেপারের পরীক্ষাটা হবে দু’ঘণ্টার জন্য যেটা ওই দিনই শুরু হবে ১২ টা থেকে এবং শেষ হবে ২ টায়। এই পরীক্ষার জন্য এডমিট কার্ড ২০২৪ সালের নভেম্বরের শেষ সপ্তাহে নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করা হবে। পরীক্ষার্থীদের ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং প্রবেশপত্রের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

হেল্প লাইন নম্বর – ৮৩৩৬৯৫৩৪৬৯/ 8336953469.

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।