সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। স্কুল শিক্ষা বিভাগের পক্ষ থেকে মিড ডে মিল প্রকল্পের কাজের জন্য কর্মী নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্লক দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে তবে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যোগ্য পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সরকারি চুক্তির মাধ্যমে পদে নিয়োগ করানো হবে। এবার দেখে নেব এক্ষেত্রে কি কি পোস্টে কর্মী নিয়োগ করা হবে, কতগুলো শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ কত, ইত্যাদি বিষয়।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
প্রকাশিত অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে মিড ডে মিল অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে। যেখানে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ১ টি।
শিক্ষাগত যোগ্যতা
উপরোক্ত পদে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আগের যে কোন চাকরির সরকারি দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া প্রার্থীকে অবশ্যই বাঁকুড়া জেলার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা
এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে হতে হবে। সেই বয়স কিন্তু ১/৮/২০২৪ অনুযায়ী হতে হবে।
মাসিক বেতন
এক্ষেত্রে চাকরি-প্রার্থীকে প্রতি মাসে ১১,০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৭/৮/২০২৪ তারিখে। অফলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে ২০/৮/২০২৪ তারিখে। অফলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হলো ৬/৯/২০২৪। এছাড়া আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ এর তারিখ হল ১৩/৯/২০২৪।
আবেদন পদ্ধতি
এক্ষেত্রে আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তির নীচে আবেদনপত্র রয়েছে সেটিকে a4 পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপরে আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের ফটোকপি যুক্ত করতে হবে। তারপর সমস্ত কাগজপত্র একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Block Development Officer, Khatra, District – Bankura.
আরও পড়ুন: West Bengal Gram Panchayat Recruitment 2024: কম্পিউটার জানলেই আবেদন
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।