ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এর পক্ষ থেকে হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টারে একাধিক পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সারা ভারত থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে Medical Officer SD, Medical Officer SC, Scientist / Engineer SC, Technical Assistant, Scientific Assistant, Technician B, Draughtsman – B , Assistant (Rajbhasha) পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদ সংখ্যা হল ১০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা
- মেডিকেল অফিসার SD- সংশ্লিষ্ট ট্রেডে MD ডিগ্রি ৬০% নম্বর নিয়ে।
- মেডিকেল অফিসার SC- 2 বছরের অভিজ্ঞতা সহ MBBS ডিগ্রি।
- বিজ্ঞানী/প্রকৌশলী SC- সংশ্লিষ্ট ট্রেড/শাখায় ME/M.Tech ডিগ্রি।
- কারিগরি সহকারী- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন রিলেটেড ট্রেডে।
- বৈজ্ঞানিক সহকারী- সায়েন্স B.SC নিয়ে স্নাতক ডিগ্রী।
- টেকনিশিয়ান B- মাধ্যমিক পাশ এবং ITI ডিগ্রী করা থাকতে হবে।
- ড্রাফটসম্যান – B- মাধ্যমিক পাশ এবং ITI ডিগ্রী করা থাকতে হবে।
- সহকারী (রাজভাষা)- ন্যূনতম 60% সহ যেকোনো স্ট্রিমে স্নাতক ডিগ্রি।
বয়স সীমা
যেহেতু একাধিক পোস্টে কর্মী নিয়োগ করা হবে সেহেতু বিভিন্ন পদ অনুযায়ী প্রার্থীদের বয়স আলাদা আলাদা হতে হবে। সেক্ষেত্রে ১০/৯/২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮, ৩০, ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। বয়স সংক্রান্ত আরো তথ্য জানতে হলে অবশ্যই সংস্থার বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।
মাসিক বেতন
- Medical Officer– SD- বেতন ৬৭৭০০ টাকা থেকে ২০৮৭০০ টাকা।
- Medical Officer – SC- বেতন ৫৬১০০ টাকা থেকে ১৭৭৫০০ টাকা।
- Scientist / Engineer SC- বেতন ৫৬১০০ টাকা থেকে ১৭৭৫০০ টাকা।
- Technical Assistant- বেতন ৪৪৯০০ টাকা থেকে ১৪২৪০০ টাকা।
- Scientific Assistant- বেতন ৪৪৯০০ টাকা থেকে ১৪২৪০০ টাকা।
- Technician – B- বেতন ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা।
- Draughtsman-B- বেতন ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা।
- Assistant (Rajbhasha)- বেতন ২৫৫০০ টাকা থেকে ৮১১০০ টাকা।
আবেদন মূল্য
Gen/OBC/EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৭৫০ টাকা করে দিতে হবে। SC, ST, PwBD ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৭৫০ টাকা করে দিতে হবে।
নির্বাচন পদ্ধতি
এক্ষেত্রে প্রার্থীদের লিখিত পরীক্ষা , স্কিল টেস্ট এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন অনলাইনে মাধ্যমে করতে হবে। সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এপ্লাই লিংক খুঁজে রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপর লগইন আইডি দিয়ে লগইন করে আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে। শেষে আবেদন মূল্য জমা করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হল ১৯/৯/২০২৪।
- আবেদনের শেষ তারিখ হল ৯/১০/২০২৪।
- এছাড়া আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হল ৯/১০/২০২৪।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।