আবারো রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। মাধ্যমিক পাশে রাজ্য পুলিশের ১৪ হাজার শূন্যপদে হোমগার্ড নিয়োগের ছাড়পত্র দিল স্বরাষ্ট্র দপ্তর। সম্প্রতি Home & Hill Affairs Department, Nabanna, 325, Sarat Chatterjee Road, Howrah-711102 তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পচ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীরা নিজেদের আবেদন জানাতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
সুচিপত্র
পদের নাম
সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে পদে কর্মী নিয়োগ করা হবে সে পদ হল অস্থায়ী হোমগার্ড (Temporary Homeguard)। মাত্র ১০ দিনের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। দুর্গা পুজোতে মুলত ভিড় সামলানোর কাজ করতে হবে। এছাড়া, ভলেন্টিয়ার হিসেবে পুলিশের কাজে সাহায্য করতে হবে।
শূন্য পদ সংখ্যা
এক্ষেত্রে সবমিলিয়ে মোট ১৪,০০০ টি শুন্যপদ রয়েছে। বিভিন্ন থানা মিলিয়ে এই ১৪,০০০ শুন্যপদ রয়েছে, সেই থানা অনুযায়ী শুন্য পদ সংখ্যা হল-
থানার নাম | মোট শুন্যপদ |
Barasat PD | 400 |
Bongaon | 200 |
Basirhat | 300 |
Baruipur | 400 |
Diamond Harbour | 350 |
Sundarban | 300 |
Howrah Rural | 200 |
Krishnanagar | 400 |
Ranaghat | 450 |
Murshidabad | 450 |
Jangipur | 150 |
Purba Bardhaman | 500 |
Birbhum | 500 |
Hoogly Rural | 700 |
Purba Medinipur | 250 |
Jhargram | 100 |
Paschim Medinipur | 400 |
Bankura | 400 |
Puruliya | 400 |
Malda | 220 |
Dakshin Dinajpur | 300 |
Rayganja | 100 |
Islampur | 300 |
Jalpaiguri | 400 |
Alipurduar | 400 |
Cooch Behar | 500 |
Howrah PC | 750 |
BDN PC | 1500 |
Barrackpore | 700 |
ADPC | 500 |
Siliguri | 400 |
Chandan Nagar | 700 |
Howrah GRP | 100 |
Sealdeah GRP | 150 |
Siliguri GRP | 75 |
Kharagpur GRP | 150 |
Total | 14,000 |
বয়স সীমা
অফিশিয়াল বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়সসীমা সম্পর্কে কিছু উল্লেখ করা নেই। আনুমানিক, সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
উপরোক্ত পদে আবেদন করতে চাইলে প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নুন্যতম অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে। এছাড়া, মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন পাশ এমনকি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
প্রার্থীদের অস্থায়ী ভাবে কাজের জন্য প্রতিদিন ৬২৬/- টাকা করে দেবে। মোট ১০ দিনের কাজের ভিত্তিতে ৬,২৬০/- টাকা বেতন পাবেন।
ট্রেনিং
যারা হোমগার্ড পদে সিলেক্ট হবে তাদের প্রথমে তিন দিনের একটি ফর্মাল ট্রেনিং দেওয়া হবে। তারপর কাজে নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতি
এক্ষেত্রে প্রার্থীদের কোনোপ্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। যেহেতু জরুরী ভিত্তিতে নিয়োগ করা হবে তাই যাদের শারীরিক সক্ষমতা ভালো, তাদের সরাসরি নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
Homeguard পদে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৭ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের অনলাইন অথবা অফলাইনে আবেদন করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের সরাসরি নিকটবর্তী থানায় গিয়ে A4 সাদা কাগজে দরখাস্ত লিখে আবেদন করতে হবে। সাথে, অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশীট, এডমিট কার্ড এবং ব্যাঙ্কের পাশবইয়ের জেরক্স জমা করতে হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিজের নিকটবর্তী থানায় সত্ত্বর যোগাযোগ করুন।
আরও পড়ুন: সেপ্টেম্বর মাসের শেষে হতে চলেছে চাকরির মেলা! দেখে নিন বিস্তারিত
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।