Taruner Swapna Scheme: অবশেষে ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা দেওয়া শুরু! ব্যাংক একাউন্টে কবে পাবে? দেখুন বিস্তারিত

By Sumi Roy

Updated on:

Taruner Swapna Scheme 2024

Taruner Swapna Scheme: পুজোর আগেই ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে বিরাট সুখবর। সেপ্টেম্বর মাস থেকে চলছিল যে ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা দেওয়া হবে। তবে অবশেষে সেই ট্যাব কেনার টাকা দিতে চলেছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের স্কুলগুলোর একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের।

তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Scheme)

রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা ট্যাব কেনার ১০ হাজার টাকা অবশেষে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। এর আগেই বলা হয়েছিল যে রাজ্য সরকারের বেশ কিছু অসুবিধা জন্য টাকা দিতে দেরি হচ্ছে এবং সেই টাকা কিন্তু দূর্গা পূজার আগেও দেওয়া হতে পারে অথবা দুর্গাপূজার পরে দেওয়া হতে পারে। তবে খুশির বিষয় এই যে, এই মুহূর্তের আপডেট তোমাদের জন্য, সেই টাকা তোমাদের দেওয়া শুরু হচ্ছে দূর্গা পূজার আগে। ছাত্র-ছাত্রীদের স্বপ্নের ১০ হাজার টাকা যেটা কিনা ট্যাব কেনার জন্য দেবে সেই টাকা আজ বিকাল ৫ টা থেকে দেওয়া শুরু হবে।

তবে প্রথমে, প্রথম সারির শিক্ষা জেলার অন্তর্গত স্কুলগুলোর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই টাকা পাবে। ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোনে এটি মেসেজ আসবে বিকেল পাঁচটা থেকে। সেই মেসেজেই টাকা পাওয়ার বিষয়ে নিশ্চিত করা হবে, আর যে সমস্ত ছাত্রছাত্রীরা এই মেসেজ পাবেন না তারা পরের দিন নিজেদের ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখতে পারেন। একবারে তো সবাইকে একসঙ্গে একাউন্টে টাকা দেওয়া সম্ভব নয়, তাই ধাপে ধাপে সকলকে সেই টাকা দেওয়া হবে। কেউ হয়তো একটু আগে পাবে আবার কেউ হয়তো একটু পরে পাবে।

ছাত্র-ছাত্রীরা তরুণীর স্বপ্ন টাকার SMS যারা পাবে না তাদের পরের দিন ব্যাংকে গিয়ে তাদের পাসবুক আপডেট করে দেখতে হবে।

যদি কারো ব্যাংকে কোনরকম অসুবিধা থেকে থাকে তাহলে তারা মেসেজ পাবে না এবং তাদের কিন্তু ট্যাব কেনার টাকা পেতে অসুবিধা হবে। যেমন কারো ব্যাংক একাউন্টে যদি KYC না করা থাকে তাহলে শীঘ্রই নিজেদের ব্যাংক একাউন্টের KYC সম্পূর্ণ করতে হবে।

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষায় উন্নত করতে কিন্তু এই ট্যাব কেনার টাকা দিচ্ছে রাজ্য সরকার। যাতে এই টাকা দিয়ে ছাত্রছাত্রীরা ট্যাব কিনে অনলাইনে পড়াশোনা করতে পারে। এতে করে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের শিক্ষাকে আরো এগিয়ে নিতে পারবে।

আরও পড়ুন: বিশ্ববীণা স্কলারশিপ আবেদন শুরু, ছাত্রছাত্রীরা পাবে ১২,০০০ টাকা, দেখুন বিস্তারিত

Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।