ONGC Apprentices পদে নিয়োগ, মোট শূন্য পদ সংখ্যা ২২৩৬ টি, দেখুন আবেদন পদ্ধতি

By Amit Sarkar

Updated on:

ONGC Apprentice Vacancies 2024

আবারো সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর।সম্প্রতি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো জায়গা থেকে যোগ্য পুরুষ এবং মহিলা প্রার্থীরা নিজেদের আবেদন অনলাইনে মাধ্যমে জানাতে পারবে। পোস্টিং এর স্থান হবে বিভিন্ন কেন্দ্র, যেমন উত্তর সেক্টর, মুম্বাই সেক্টর, পশ্চিম সেক্টর, ইস্টার্ন সেক্টর, সাউদার্ন সেক্টর, সেন্ট্রাল সেক্টর। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

পদের নাম ও শূন্য পদ সংখ্যা- সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে পদে কর্মী নিয়োগ করা হবে তা হল Apprentices এর অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং সহকারী, সচিবালয় সহকারী, ল্যাবরেটরি সহকারী (রাসায়নিক উদ্ভিদ), মেকানিক ডিজেল, ইলেকট্রিশিয়ান, সিভিল এক্সিকিউটিভ (স্নাতক), সিভিল এক্সিকিউটিভ (ডিপ্লোমা), ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, পেট্রোলিয়াম এক্সিকিউটিভ সহ বিভিন্ন ট্রেডে। তবে এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ২২৩৬ টি।

বয়স সীমা- আগ্রহী প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে বয়স হতে হবে। সেই বয়স ২৫/১০/২০২৪ অনুযায়ী হতে হবে। এছাড়া রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা- উপরোক্ত পদে আবেদন করতে চাইলে প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে 10th Standard / 12th Standard/ ITI/ B.Sc পাশ করতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে প্রাসঙ্গিক ক্ষেত্রে ডিগ্রী/স্নাতক ডিগ্রী/স্নাতক ডিগ্রী/ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ডিগ্ৰী করে থাকতে হবে।

ONGC Apprentices Qualification
ONGC Apprentices Qualification

আরও পড়ুন: ITBP CAPF মেডিকেল অফিসার নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি

মাসিক বেতন- উপরোক্ত পদে চাকরিপ্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ৭,০০০ টাকা থেকে ৯,০০০ টাকার মধ্যে।

ONGC Apprentices Stipend
ONGC Apprentices Stipend

নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে আবেদনকারীদের মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ- অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ হল ০৫/১০/২০২৪। অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হল ২৫/১০/২০২৪। রেজাল্ট এবং সিলেকশনের তারিখ ১৫/১১/২০২৪।

আরও পড়ুন: রাজ্যের জেলাশাসক অফিসে কর্মী নিয়োগ, বেতন শুরু ২৩ হাজার টাকা থেকে

আবেদন পদ্ধতি- আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এপ্লাই লিংক খুঁজে রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপর লগইন আইডি দিয়ে লগইন করে আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে। শেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন, বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।