বিনামূল্যে ২ কাঠা করে জমি দিচ্ছে সরকার! কিভাবে আবেদনের পদ্ধতি? জানুন বিস্তারিত

By Sumi Roy

Published on:

The West Bengal government is giving 2 kathas of land for free

কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রতিটি রাজ্যের গরিব, দরিদ্র মানুষদের বাড়ি তৈরি করার জন্য টাকা দিয়ে থাকে। তবে গত আড়াই বছর ধরে এই প্রকল্পের নানা রকম গরমিল থাকার কারণে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে অর্থ সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছিল। কেন্দ্র সরকার থেকে আবার কবে টাকা দেবে সে অপেক্ষা না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের বাংলা আবাস যোজনা সূচনা করেছেন। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গরিব, দরিদ্র পরিবারে বাড়ি তৈরিই জন্য টাকা দিতে চলেছে।

সেই বাড়ি তৈরি টাকা দেওয়ার জন্য সার্ভে শুরু হয়ে গেছে। গত অক্টোবর মাস থেকে রাজ্য জুড়ে আবার সমীক্ষা শুরু হয়েছে। তবে দেখা যাচ্ছে যে অনেক মানুষের সব দিক থেকে বাড়ি তৈরির অর্থ পাওয়ার যোগ্য, কিন্তু নিজের জমি নাই, সেই সমস্ত মানুষের জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিতে চলেছে বড় সিদ্ধান্ত।

জমি নিয়ে বড় পদক্ষেপ সরকারের

নবান্ন সূত্রে জানা গিয়েছে, যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করতে সাধারণত ১ কাঠা করে জমে বরাদ্দ থাকে উপভোক্তাদের জন্য। তবে রাজ্য সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে যে আবাস যোজনা বাড়ি তৈরি করার জন্য উপভোক্তাদের ১ কাঠা নয় বরঞ্চ ২কাঠা করে জমি দেওয়া হবে। ইতিমধ্যেই সমস্ত জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে একজন ন্যায্য প্রাপক এই আবাসিক সুবিধা থেকে বঞ্চিত না হয়। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে আবেদনকারীর বর্তমানে যে স্থানে বসবাস করেন তার কাছাকাছি কোন ফাঁকা জমি নেই সেসব ক্ষেত্রে তাই উপভোক্তাদের গোটা বিষয়টি বুঝিয়ে অন্য জায়গায় জমি প্রদান করা হয়ে থাকে। এই জমি চিহ্নিত করার কাজটি দেওয়া হয়ে থাকে প্রতিটি জেলার অতিরিক্ত জেলাশাসক ও DLLRO দের। তারা ভূমিহীন ব্যক্তিদের তালিকা দেখে উপভোক্তাদের জন্য জমির চিহ্নিত করে থাকে।

উপকৃত হবে লক্ষ লক্ষ মানুষ

আশা করা যাচ্ছে যে ভূমিহীনদের বাড়ি নির্মাণ করার জন্য জায়গা প্রদান করার জন্য প্রায় ১১ লক্ষ মানুষ উপকৃত হবে। তবে এই পদক্ষেপের মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা এক অন্য মতলব দেখতে পাচ্ছে। অনেকেই মনে করছেন সামনে উপ নির্বাচন তাই সেই নির্বাচনের লড়াইতে একটি শাসকদলের একটি মাস্টারস্ট্রোক বলাই যায়। সরকারের এই বড় সিদ্ধান্ত রাজ্যবাসীর কাছে প্রমাণ করতে চলেছে যে কেন্দ্রের তুলনায় রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প গুলি বেশি সুবিধা জনক।

Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।