পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ক্লার্কশিপ নিয়োগের যে পরীক্ষার আয়োজন করা হয়েছিল সেই পরীক্ষা সমাপ্ত হয়েছে ১৬ই নভেম্বর এবং ১৭ ই নভেম্বর ২০২৪ তারিখে। এবারের পরীক্ষার নতুন নিয়ম ছিল যে WBPSC ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বাড়ি নিয়ে যেতে পারবে না। আজকে আমরা আলোচনা করব ২০২৪ সালের হয়ে যাওয়া ক্লার্কশিপ পরীক্ষায় প্রশ্নপত্রে কি কি প্রশ্ন ছিল সে বিষয় নিয়ে।
সুচিপত্র
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নপত্র ২০২৪
চলতি নভেম্বর মাসে ক্লার্কশিপ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ৪ টি শিফটে। এ পরীক্ষায় যারা পাশ করবে তাদের পরবর্তী মেইন পরীক্ষা এবং ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এই প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র যেহেতু পরীক্ষার্থীরা বাড়িতে নিয়ে আসতে পারবে না তাই স্মৃতি থেকে সংগ্রহ করা কিছু প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে।
আসলে আগত পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের বিগত বছরের প্রশ্নপত্র খুবই কাজে লাগে। কারণ তারা বিগত বছরের প্রশ্নপত্র থেকে ধারণা পায় তাদের প্রশ্নপত্র ঠিক কেমন হতে চলেছে কত নম্বর প্রশ্ন থাকছে কোথায় কোথা থেকে বেশি প্রশ্ন আসে এসব বিষয়ে। বিগত বছরের প্রশ্নপত্র দেখে যদি কোন পরীক্ষার্থীর প্রস্তুতি নেয় তাহলে তার প্রস্তুতি ভালো হয়। তাই সকল পরীক্ষার্থী উচিত বিগত বছরের প্রশ্নপত্র গুলি একবার করে যাচাই করে নেওয়া। আবার অনেক সময় দেখা যায় যে হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্নপত্রের প্রশ্ন পরবর্তী পরীক্ষায় আসে না সে দিক থেকেও পরীক্ষার্থীরা নজর রেখে নিজেদের ভালোভাবে তৈরি করতে পারবে। এজন্যই একটি প্রশ্নপত্র পরবর্তী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
WBPSC ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নপত্র ২০২৪
২০২৪ সালের ক্লার্কশিপ পরীক্ষার শিফট অনুযায়ী প্রশ্ন পত্রের আলাদা আলাদা করে PDF দেওয়া হয়েছে। PDF লিঙ্কে ক্লিক করে প্রশ্নপত্র টি দেখে নিতে পারো অথবা পরবর্তী সময়ের জন্য ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারো।
WBPSC Clerkship Question Paper 2024 All Shift PDF
(PART-I) Session – I | Download PDF |
(PART-I) Session – II | Download PDF |
(PART-I) Session – III | Download PDF |
(PART-I) Session – IV | Download PDF |
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।