UGC-এর নতুন ঘোষণা! আগেই মিলবে গ্রাজুয়েশন ডিগ্রি, জানুন বিস্তারিত

By Indrani Sarkar

Published on:

New announcement from UGC

কলেজে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আরও একটি আপডেট। UGC অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের তরফ থেকে গ্রাজুয়েশন কোর্সের ওপর নতুন নিয়ম জারি করা হতে চলেছে। কি সেই নতুন নিয়ম তা জানতে অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়বেন।

New announcement from UGC

UGC-এর তরফে নয়া ঘোষণা!

ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের তরফ থেকে গ্রাজুয়েশন কোর্সের ওপর নতুন নিয়ম জারি করা হতে চলেছে অর্থাৎ চার বছর কমপ্লিট করার আগেই পড়ুয়ারা গ্রাজুয়েশন ডিগ্রি হাতে পাবে। নতুন শিক্ষানীতি অনুযায়ী চার বছরের কলেজের কোর্স চালু করা হয়েছে। তবে পড়ুয়ারা চাইলেই তিন বছরের মধ্যেই গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করতে পারবে এমনকি তিন বছরের মাথায় হাতে পাবে গ্রাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট।

কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী জাতীয় শিক্ষানীতি পরিবর্তন করে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে চার বছরের কোর্সের সূচনা করা হয়েছিল। তবে কেন্দ্রীয় নীতি অনুযায়ী চার বছরের কোর্স যদি তিন বছরে শেষ হয় এবং তিন বছরের কোর্স যদি আড়াই বছরের শেষ হয় তাহলে শিক্ষার্থীদেরই লাভ হবে।

কবে চালু হচ্ছে নিয়ম এবং কিভাবে লাভবান হবে ছাত্রছাত্রীরা

জানা যাচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে ইউজিসির পক্ষ থেকে কেন্দ্রের তরফে জাতীয় শিক্ষানীতে এই অদল বদল আনতে চলেছে। তবে এই পরিবর্তন পশ্চিমবঙ্গ, কেরল, এবং তামিলনাড়ু রাজ্যের শিক্ষা পরিষদ। এই সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হলো ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সময় এক্ষেত্রে অনেকটাই কমে যাবে এবং তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপর পরবর্তী বিভিন্ন পেশাদারী কোর্সে খুব তাড়াতাড়ি অংশগ্রহণ করতে পারবে। তবে অন্যদিকে চার বছরের কোর্স যদি তিন বছরের মধ্যেই কমপ্লিট করানো হয় তাহলে সে ক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয় এবং ছাত্র-ছাত্রী উভয়ের ক্ষেত্রেই বেশ কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। আদৌ কি তা বাস্তবায়িত করা সম্ভব হবে? তাই শিক্ষানীতি প্রবর্তনের আগে অবশ্যই ভারতের আর্থিক ব্যবস্থা এবং যুব সমাজের ক্ষমতার বিষয়ে খুটিয়ে দেখা উচিত। রাজ্যে তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় এখন সেটাই দেখার পালা। কারণ বর্তমানে কেন্দ্রের এই সিদ্ধান্তে যেন রীতিমতো দ্বন্দ্বে রয়েছে রাজ্য।

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।