সম্প্রতি জেনারেল ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের যে কোন যোগ্য প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
জেনারেল ইন্সুরেন্স করপোরেশন অফ ইন্ডিয়া সংস্থার পক্ষ থেকে প্রকাশিত official বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ১১০ টি।
আবেদনকারীর বয়স
প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। অর্থাৎ প্রার্থীদের ডেট অফ বার্থ হতে হবে ২/১১/১৯৯৪ থেকে ১/১/২০০৩ তারিখের মধ্যে। সেই বয়স হিসেব করতে হবে ১/১১/২০২৪ তারিখ অনুযায়ী। এছাড়া রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
উপরোক্ত পদে আবেদন করতে চাইলে প্রার্থীদের ৬০ শতাংশ নম্বর নিয়ে গ্রাজুয়েশন/MBBS ডিগ্রি অর্জন করা থাকতে হবে। এক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের ৫৫ শতাংশ নম্বর থাকলেই হবে। আপনারা অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
আবেদন মূল্য
এক্ষেত্রে সকলকে ১০০০ টাকা করে আবেদন মূল্য জমা করতে হবে। শুধুমাত্র SC, ST, PWD, এবং মহিলা প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে না।
মাসিক বেতন
এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫০,৯২৫ টাকা করে সঙ্গে গ্রহণযোগ্য ভাতা এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে। সেক্ষেত্রে মোট বেতন হবে প্রায় ৮৫,০০০ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হল ৪/১২/২০২৪। এবং অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হল ১৯/১২/২০২৪। সম্ভাব্য পরীক্ষার তারিখ ৫/১/২০২৫।
নিয়োগ প্রক্রিয়া
এক্ষেত্রে আবেদনকারীদের প্রথমে অনলাইন টেস্ট নেওয়া হবে, তারপর একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। শর্ট লিস্ট অনুযায়ী প্রার্থীদের গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ নেওয়া হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদন প্রক্রিয়া
সমস্ত আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবার প্রথমে প্রার্থীকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর অ্যাপ্লাই লিঙ্ক খুঁজে প্রথমে রেজিস্ট্রেশন তারপর লগইন আইডি দিয়ে লগইন করতে হবে। লগ ইন করার পর আবেদন পত্রটি সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তার পর প্রয়োজনীয় ডকুমেন্টস এর ফটোকপি সঠিক সাইজ মত আপলোড করতে হবে এবং আবেদন মূল্য জমা করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
Apply Online | Click Here |
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।