এয়ারপোর্টে নতুন কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে চাকরি পেতে পারেন আপনিও

By Amit Sarkar

Published on:

Airport Recruitment 2024

Airport Recruitment 2024: আপনি কি এয়ারপোর্টে চাকরি করতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে বিরাট খুশির খবর। এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন এবং অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন, বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ সংস্থাAI AIRPORT SERVICES LIMITED
পোস্টের নামHandyman, Handywomen, Duty Manager, and Other
শূন্যপদ২৯৯ টি
অফিসিয়াল ওয়েবসাইটwww.aiasl.in

এয়ারপোর্টে নতুন কর্মী নিয়োগ (Airport Recruitment 2024)

এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড এর পক্ষ থেকে হ্যান্ডিম্যান, হ্যান্ডিওমেন, ডিউটি ম্যানেজার এবং অন্যান্য পদের নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে ২৯৯ জনকে নিয়োগ করা হবে। আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত কি হতে হবে, বেতন কত করে দেবে, শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে এ সমস্ত একাধিক তথ্য জানতে হলে অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়তে হবে। আপনি এই বিজ্ঞপ্তিটি পড়বেন, বুঝবেন তারপর ইচ্ছুক হলে নিজের দায়িত্বে আবেদন করবেন।

পদের নাম (Post Name)

এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড এর অফিশিয়াল বিজ্ঞপ্তিটি বলা হয়েছে Handyman, Handywomen, Jr. Officer – Technical Ramp Service Executive / Utility Agent Cum Ramp Driver, Duty Manager, Duty Officer, Customer Service Executive পদে প্রার্থী নিয়োগ করা হবে। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারেন।

শূন্যপদ (Vacancy)

এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড এর পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থী নিয়োগ হবার সে বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 299 টি শুন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে। কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে নীচে দেওয়া হলো।

  • Handyman – ১৫০ টি শূন্যপদ
  • Handywomen – ৩৮ টি শূন্যপদ
  • Jr. Officer – Technical – ০২ টি শূন্যপদ
  • Ramp Service Executive / Utility Agent Cum Ramp Driver – ২৭ টি শূন্যপদ
  • Duty Manager- Pax – ০১ টি শূন্যপদ
  • Duty Officer – Pax – ০২ টি শূন্যপদ
  • Customer Service Executive – ৭৯ টি শূন্যপদ

আরও পড়ুন: একাধিক শূন্যপদে BSF-এ নিয়োগ চলছে, আবেদন করুন শীঘ্রই

বয়স সীমা (Age Limit)

যেহেতু এখানে অনেকগুলি শূন্যপদ আছে, প্রত্যেক শূন্যপদে আলাদা আলাদা বয়সসীমা উল্লেখ করা রয়েছে, বিস্তারিত জানার জন্য আপনি অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

বেতন (Salary)

যেহেতু এখানে অনেকগুলি শূন্যপদ আছে, প্রত্যেক শূন্যপদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা রয়েছে। কোন পোস্টে কত বেতন দেবে তা নীচে দেওয়া হলো।

  • Handyman – ₹৪৫,০০০
  • Handywomen – ₹৩২,২০০
  • Jr. Officer – Technical – ₹২৪,৯৬০
  • Ramp Service Executive / Utility Agent Cum Ramp Driver – ₹২৯,৭৬০
  • Duty Manager- Pax – ₹২৪,৯৬০
  • Duty Officer – Pax – ₹২১,২৭০
  • Customer Service Executive – ₹১৮,৮৪০

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

আবেদনকারীদের এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত এসএসসি /১০থ স্ট্যান্ডার্ড পাস, গ্রাজুয়েট, ব্যাচেলর ডিগ্রী পাস করা থাকতে হবে।

সমস্ত ইচ্ছুক চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে অবশ্যই আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করতে পারেন।

প্রার্থী নিয়োগ পদ্ধতি (Selection process)

এই নিয়োগ প্রক্রিয়ায় দুটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। প্রথম ধাপ হল ইন্টারভিউ ও দ্বিতীয় ধাপ হল ডকুমেন্ট ভেরিফিকেশন।

কিভাবে আবেদন করতে হবে?

  • এক্ষেত্রে আবেদন করতে হলে আপনাকে অফলাইন বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে না।
  • সবার আগে www.aiasl.in পোর্টালে গিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে হবে।
  • বিজ্ঞপ্তিতে যে আবেদন পত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে।
  • এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করতে হবে।
  • তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে।

ইন্টারভিউ স্থান (Interview venue)

Govt. High School, Kapila Prasad, Jatni – Sundarpada Road, Azad Nagar, Near Airfield Police Station, Sundarpada, Bhubaneshwar, Odisha – 751002 (সরকার হাই স্কুল, কপিলা প্রসাদ, জাটনি – সুন্দরপাদা রোড, আজাদ নগর, এয়ারফিল্ড থানার কাছে, সুন্দরপাদা, ভুবনেশ্বর, ওডিশা – 751002)।

আরও পড়ুন: হাওড়া জেলা পরিষদে কর্মী নিয়োগ, ৩৩টি শূন্যপদে আবেদন করুন শীঘ্রই

পোস্ট অনুযায়ী ইন্টারভিউ তারিখ (Interview Date)

  • Handyman – ১৫.০৩.২০২৪ (৯.৩০ ঘন্টা থেকে ১২.৩০ ঘন্টা পর্যন্ত)।
  • Handywomen – ১৫.০৩.২০২৪ (৯.৩০ঘন্টা থেকে ১২.৩০ ঘন্টা পর্যন্ত)।
  • Jr. Officer – Technical – ১৬.০৩.২০২৪ (৯.৩০ঘন্টা থেকে ১২.৩০ ঘন্টা পর্যন্ত)।
  • Ramp Service Executive / Utility Agent Cum Ramp Driver – ১৬.০৩.২০২৪ (৯.৩০ঘন্টা থেকে ১২.৩০ ঘন্টা পর্যন্ত)।
  • Duty Manager- Pax – ১৮ এবং ১৯.০৩.২০২৪ (৯.৩০ঘন্টা থেকে ১২.৩০ ঘন্টা পর্যন্ত)।
  • Duty Officer – Pax – ১৮ এবং ১৯.০৩.২০২৪ (৯.৩০ঘন্টা থেকে ১২.৩০ ঘন্টা পর্যন্ত)।
  • Customer Service Executive – ১৮ এবং ১৯.০৩.২০২৪ (৯.৩০ঘন্টা থেকে ১২.৩০ ঘন্টা পর্যন্ত)।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

আবেদন পত্র
Download
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload

 

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।

Leave a Comment