Atal Pension Yojana: কেন্দ্র সরকার মানুষের বিভিন্ন রকম সমস্যার জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে। তবে বয়স হলে মানুষ কি করে সংসার চালাবে তা নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকে সকলের মনে। বিশেষ করে যারা বেসরকারি সংস্থা ও অসংগঠিত ক্ষেত্রে কর্মী তাদের এই চিন্তা খুবই। তাই তাদের চিন্তা ও সমস্যা দূর করার জন্য কেন্দ্র সরকার আরেকটি প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পের নাম হলো অটল পেনশন যোজনা।
অটল পেনশন যোজনার মাধ্যমে বয়সকালে বেসরকারি সংস্থা ও অসংঘটিত ক্ষেত্রে যে কর্মীরা রয়েছে, মানে যারা সরকারি চাকরি করে না তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। তবে এই প্রকল্পে কিছু সামান্য পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে। সে অর্থ বিনিয়োগ করলে মাসে ৫০০০ টাকা করে পাওয়া যাবে পেনশন হিসেবে। তাহলে কিসের জন্য এই যোজনা? এর কী কী সুবিধা রয়েছে? এই যোজনায় অংশগ্রহণ করতে বয়স কত কি হতে হবে? এ সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা পুরো প্রতিবেদনটি সম্পন্ন পড়বেন।
অটল পেনশন যোজনা কী?
অটল পেনশন যোজনা হল একটি গুরুত্বপূর্ণ যোজনা যা কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হয়। কেন্দ্র সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করেই ২০১৫ সালে অটল পেনশন যোজনা চালু করেছিল। বর্তমানে প্রায় দেশের ৭ কোটিরও বেশি মানুষ এ প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন।
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রথমে প্রার্থীকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, সে ক্ষেত্রে সে সিঙ্গেল ভাবে একাউন্ট খুলতে পারে এবং যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন। এবার কেউ যদি সিঙ্গেল একাউন্টে বিনিয়োগ করে তাহলে সে সর্বোচ্চ ৫০০০ টাকা করে পেনশন হিসেবে পাবে এবং কেউ যদি যৌথ একাউন্ট করে তাহলে সে ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ ১০ হাজার টাকা করে পাওয়া যাবে। আর এই পেনশন কিন্তু শুরু হবে প্রার্থীর ৬০ বছর পূর্ণ হওয়ার পরে।
আরও পড়ুন: বেকার ছেলে ও মেয়েদের ব্যবসা শুরু করতে লোন দিচ্ছে কেন্দ্র
কারা এবং কোথায় বিনিয়োগ করতে পারবেন?
কেন্দ্র সরকারের অটল পেনশন যোজনার সুবিধা পেতে হলে তাদের অবশ্যই ব্যাংক একাউন্ট খোলা থাকতে হবে। আবেদনকারীদের পোস্ট অফিস বা ব্যাংক যে কোন একটি জায়গায় সেভিংস অ্যাকাউন্ট খোলা থাকলেই প্রকল্পের টাকা বিনিয়োগ করতে পারবে।
তবে যারা নিয়মিত সরকারকে আয়কর দেন তারা এ প্রকল্পে টাকা জমাতে পারবেন না এছাড়াও যারা দেশের বাইরে থাকেন এমন কোন ভারতীয় এই যোজনায় টাকা জমা করতে পারবে না। এই যোজনায় আবেদন করতে চাইলে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত হতে হবে। এই যোজনার ক্ষেত্রে প্রতিদিন ৭ টাকা করে জমা দিলেও সেই টাকা একসঙ্গে মাসের শেষে প্রতি মাসে মাসে বিনিয়োগ করতে হবে। এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হল এই প্রকল্পে বিনিয়োগকারী বিনিয়োগ চলাকালীন যদি গ্রাহকের মৃত্যু হয় তাহলে তার সমস্ত টাকা নমিনি পেয়ে যাবে।
কীভাবে পেনশন পাবেন?
নিয়ম অনুযায়ী আপনাকে প্রথমে যে কোন ব্যাংকে অটল পেনশন যোজনা টাকা বিনিয়োগ করতে হবে। কেউ যদি ১৮ বছর বয়স থেকে এই স্কিমে টাকা রাখা শুরু করে তাহলে বর্তমান সুদের হার অনুযায়ী ৬০ বছর পূর্ণ হলে তিনি মাসিক পেনশন হিসেবে পাবেন ৫ হাজার টাকা। আপনি আপনার সুবিধা অনুযায়ী টাকা বেশিও জমা রাখতে পারেন আবার কম কম টাকাও জমা করতে পারেন। আপনি যে পরিমাণ টাকা রাখবেন সেই অনুপাতেই আপনাকে পেনশন দেওয়া হবে। আপনি বেশি টাকা রাখলে আপনার পেনশনও বেশি হবে, কম টাকা রাখলে আপনার পেনশনও কম হবে। এই স্কিমের মাধ্যমে আপনি নিজে একা একাও টাকা জমা করতে পারেন, আবার স্বামী-স্ত্রী একসঙ্গেও টাকা জমা করতে পারেন।
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।