ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে নতুন নিয়োগ! আবেদন করুন এখনই

By Indrani Sarkar

Updated on:

BEL Recruitment 2024

সম্প্রতি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর পক্ষ থেকে ট্রেইনী ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তি ইঞ্জিনিয়ার পদের জন্য একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত পুরুষ এবং মহিলা ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অফলাইনে মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবে। এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া চলবে ডিসেম্বরের ১১ তারিখ পর্যন্ত। এই প্রতিবেদনে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়স কত কী হতে হবে, বেতন কত করে দেবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

BEL Recruitment 2024

পদের নাম ও শূন্য পদ সংখ্যা

ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষ থেকে ট্রেইনী ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে দুটি পোস্ট মিলে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৪৮ টি। যার মধ্যে ট্রেইনী ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে মোট ৩৬ টি শূন্য পদে রয়েছে এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে মোট ১২ টি শূন্য পদ রয়েছে।

আবেদনকারীর বয়স সময়সীমা

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেইনী ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সেই বয়স হিসেব করতে হবে ১/৬/২০২৪ তারিখ অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা

এক্ষেত্রে ট্রেইনী ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের B.E/ B.Tech/B.Sc (চার বছরের কোর্স) কম্পিউটার সাইন্স নিয়ে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী করা থাকতে হবে।

মাসিক বেতন

যেহেতু এই ক্ষেত্রে প্রার্থীদের কন্ট্রাকের ভিত্তিতে নিয়োগ করা হবে। তাই ট্রেইনী ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে প্রথম থেকে তিন বছরের মধ্যে প্রার্থীদের ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে বেতন দেবে। এছাড়া প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে প্রার্থীদের প্রথম বছর থেকে চতুর্থ বছরের মধ্যে ৪০,০০০ হাজার থেকে ৫৫,০০০ টাকার মধ্যে বেতন দেবে।

আবেদন মূল্য

রিজার্ভ ক্যাটেগরি ছাড়া অন্যান্য সমস্ত ক্যাটেগরি প্রার্থীদের ট্রেইনী ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে আবেদনকারীদের আবেদন মূল্য হিসেবে ১৭৭ টাকা (১৫০+১৮%GST) করে দিতে হবে। এছাড়া প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে আবেদনকারীদের আবেদন মূল্য হিসেবে ৪৭২ টাকা (৪০০+১৮%GST) করে দিতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র SC, ST, PwBD ক্যাটাগরির প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।

নিয়োগ প্রক্রিয়া

এক্ষেত্রে সমস্ত আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ২৫/১১/২০২৪। অফলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হল ১১/১২/২০২৪।

আবেদন পদ্ধতি

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা নির্ধারিত ফরম্যাটে তাদের আবেদন জমা দিতে পারে, যোগ্যতার সমর্থনের প্রাসঙ্গিক নথির সব ফটোকপি  সহ একটি সিল করা কভারে সুপারস্ক্রাইব করে যে যে পদের জন্য আবেদন করছ তার লিখে নির্দিষ্ট স্থানে জমা করতে হবে। ঠিকানা হলো শ্রীমতি রেখা আগরওয়াল ( HR&A), সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরি, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, P.O. ভারত নগর সাহিবাদ গাজিয়াবাদ, Pin-২০১০১০, (UP) (Smt. Rekha Agarwal DGM (HR&A), Central Research Laboratory, Bharat Electronics Limited, P.O. Bharat Nagar, Sahibabad, Ghaziabad Pin – 201010, (U.P.))। আবেদনপত্র পোস্ট/স্পিড পোস্ট /কুরিয়ারের মাধ্যমে জমা করতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।