BHEL Recruitment 2025: মোট শূন্য পদ সংখ্যা ৪০০ টি, দেখে নিন আবেদন পদ্ধতি

Published on:

BHEL Recruitment 2025

ইন্দ্রাণী সরকার, কলকাতা: সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড তরফ থেকে ইঞ্জিনিয়ারিং ট্রেইনি এবং সুপারভাইজার ট্রেইনি পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এই নিয়োগ সম্পর্কে এই প্রতিবেদনের বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনার সম্পূর্ণ প্রতিদানটি পড়বেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ইঞ্জিনিয়ারিং ট্রেইনি এবং সুপারভাইজার ট্রেইনি পদে কর্মী নিয়োগ করা হবে সেক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৪০০ টি। এবার দেখে নেব এক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়সসীমা কত লাগবে, বেতনসীমা কি রয়েছে, যোগ্যতা কি হতে হবে, আবেদন পদ্ধতি সহ ইত্যাদি বিষয়।

পদের নাম ও শূন্য পদ সংখ্যা

ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড এর পক্ষ থেকে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে বিজ্ঞপ্তি অনুযায়ী ইঞ্জিনিয়ারিং ট্রেইনি এবং সুপারভাইজার ট্রেইনি পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ৪০০ টি। ইঞ্জিনিয়ার ট্রেইনি পদের ক্ষেত্রে বিভিন্ন ডিসিপ্লিন মিলিয়ে মোট শূন্য পদ সংখ্যা ১৫০ টি (UR-৬০, OBC-৪১, EWS-১৫, SC-২৩, ST-১১)। সুপারভাইজার ট্রেইনি পদের ক্ষেত্রে বিভিন্ন ডিসিপ্লিন মিলিয়ে মোট শূন্য পদ সংখ্যা ২৫০ টি (UR-১১১, OBC-৬০, EWS-২৩, SC-৩৯, ST-১৭)।

আবেদনকারীর বয়সসীমা

সমস্ত আবেদনকারী প্রার্থীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের বয়স হিসেব করতে হবে ১/২/২০২৫ তারিখ অনুযায়ী। এছাড়া রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমায় ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

যেহেতু এখানে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তাই বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন হতে হবে।

  • ইঞ্জিনিয়ারিং ট্রেইনি পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে সম্পূর্ণ সময়ের জন্য ব্যাচেলার ডিগ্রি অথবা পাঁচ বছরের ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি অর্জন করা থাকতে হবে। এবং প্রার্থীদের সংশ্লিষ্ট ডিসিপ্লিনে কমপক্ষে ৬৫% নম্বর থাকতে হবে।
  • সুপারভাইজার ট্রেইনি পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের নির্দিষ্ট ডিসিপ্লিন এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করা থাকতে হবে এবং তাতে ৬৫% নম্বর থাকতে হবে।

আবেদন মূল্য

অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নির্দিষ্ট একটি মূল্য প্রেরণ করতে হবে।

  • UR/EWS/OBC ক্যাটাগরিদের আবেদন মূল্য হিসেবে ১০৭২ টাকা করে দিতে হবে।
  • SC/ST/ PWD/Ex-servicemen প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৪৭২ টাকা করে দিতে হবে।

মাসিক বেতন

  • নির্বাচিত প্রার্থীদের প্রথমে ট্রেনিং চলবে। ইঞ্জিনিয়ারিং ট্রেইনি পদে প্রশিক্ষণ চলাকালীন বেতন দেওয়া হবে ৫০,০০০ টাকা। প্রশিক্ষণ শেষ হলে চাকরিপ্রার্থীদের বেতন দেওয়া হবে ৬০,০০০ টাকা।
  • সুপারভাইজার ট্রেইনি পদে প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩২,০০০ টাকা করে, এবং প্রশিক্ষণ শেষে চাকরি প্রার্থীদের বেতন দেওয়া হবে ৩৩,৫০০ টাকা করে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ হল ১/২/২০২৫। আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হলো ২৮/২/২০২৫।

নিয়োগ পদ্ধতি

সমস্ত আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

সকলকে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে সংস্থার পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর আবেদনকারী যদি নতুন হয় তাহলে তাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ করতে হবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার সময় যাবতীয় নথিপত্রের তথ্য এবং নথিপত্রের ফটোকপি আপলোড করতে হবে। শেষে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর অবশ্যই আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

Official NotificationDownload

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। বিশেষত, চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে তা পৌঁছে দেওয়া তাঁর অন্যতম পছন্দের কাজ। তাঁর লেখার মাধ্যমে পাঠকদের কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য এবং নির্দেশনা প্রদান করা প্রধান লক্ষ্য।