এই বছরে শিক্ষা সংসদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে মে মাস থেকে। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি বছরে যারা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে উঠবেন তাদের সময় থেকে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি শুরু হচ্ছে। আর সেই সেমিস্টার পদ্ধতিতেই মে মাস থেকে ক্লাস শুরু করার নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
কিরকম হবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা?
শিক্ষা সংসদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টারের মাধ্যমে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মে মাস থেকে কিন্তু উচ্চমাধ্যমিকের ক্লাস শুরু হয়ে যাবে। ইলেভেনের আগে যেমন পরীক্ষা নিত তেমন আর পরীক্ষা হবে না এবার ইলেভেনে পরীক্ষা হবে উচ্চমাধ্যমিকের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু। এবং ক্লাস টুয়েলভে উঠলে নেওয়া হবে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর।
সে অনুযায়ী সেমিস্টার ওয়ান ও তিনের ক্লাস শুরু হবে মে মাসের মাঝামাঝি থেকে এবং সেই ক্লাস চলবে অক্টোবর মাস পর্যন্ত। এবং সেমিস্টার টু ও চার ক্লাস শুরু হবে নভেম্বর থেকে এবং সেই ক্লাস চলবে এপ্রিল মাস পর্যন্ত। সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর এর রেজাল্ট এর ওপর ভিত্তি করে কিন্তু উচ্চমাধ্যমিকে মোট নম্বর দেওয়া হবে ছাত্রছাত্রীদের।
সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর পরীক্ষার প্রশ্ন কিন্তু হবে মাল্টিপল চয়েস টাইপ এবং শর্ট প্রশ্ন। সেমিস্টার ওয়ানের পরীক্ষা হবে ওএমআর সিটে। এই সেমিস্টার ওয়ান এবং টু এর প্রশ্ন করবে স্কুল। আর অন্য দিকে সেমিস্টার থ্রি ও সেমিস্টার ফোর এর পরীক্ষা নেবে সংসদ। থ্রি এবং ফোর এর প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট পরীক্ষার নম্বর কাউন্সিল তাদের পোর্টালে আপলোড করবে। এই সেমিস্টার ফোর এর পরীক্ষাগুলি হবে এপ্রিল মাসে। তারপর কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হিসেবে সেমিস্টার থ্রি ও সেমিস্টার ফোরের নম্বর এর ভিত্তিতে ফাইনাল রেজাল্ট দেওয়া হবে ছাত্রছাত্রীদের।
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।