কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে বিপুল কর্মী নিয়োগ, মোট ১৫২৬ টি শূন্য পদ

By Amit Sarkar

Published on:

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে বিপুল কর্মী নিয়োগ

বর্ডার সিকিউরিটি ফোর্স এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্য পদে হেড কনস্টেবল এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতের যে কোন জেলা থেকে আবেদনকারীরা নিজেদের আবেদন জানাতে পারবে। আবেদন অনলাইনের মাধ্যমেই করতে হবে।এবার দেখে নেব আবেদন করতে হলে আবেদনকারীদের বয়স কত কি হতে হবে? বেতন কত করে দেবে? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? ইত্যাদি বিষয়।এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

পদের নাম

বর্ডার সিকিউরিটি ফোর্স এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে Head Constable (Ministerial) এবং ASI (Stenographer) পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্য পদ সংখ্যা

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৫২৬ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই শূন্য পদের মধ্যে HC (Ministerial) পদের জন্য মোট ১২৮৩ টি শূন্য পদ ধার্য করা রয়েছে এবং ASI (Stenographer) পদের জন্য মোট ২৪৩ টি শূন্য পদ ধার্য করা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে দুটি পদের ক্ষেত্রে কিন্তু আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।

বয়স সীমা

উপরোক্ত পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। সেই বয়স কিন্তু ১/৮/২০২৪ অনুযায়ী হতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ রয়েছে ৯-৬-২০২৪ এবং আবেদনের শেষ তারিখ রয়েছে ৮-৭-২০২৪। এই তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আবেদন ফি

উপরোক্ত পদগুলিতে আবেদন করতে চাইলে Gen/OBC/EWS ক্যাটাগরির প্রার্থীদের ২০০ টাকা করে আবেদন ফি হিসেবে জমা দিতে হবে, এবং SC/ST/ESM ক্যাটাগরির প্রার্থীদের কোন আবেদন ফি জমা দিতে হবে না। আবেদন ফি অনলাইনে মাধ্যমে জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার জন্য প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেষ্ট, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।

পরীক্ষার প্যাটার্ন

এক্ষেত্রে মোট ১০০ নম্বরে পরীক্ষা হবে এবং প্রশ্ন সংখ্যাও থাকবে ১০০ টি। বিষয় হিসেবে থাকবে হিন্দি/ ইংলিশ ভাষা, জেনারেল ইন্টেলিজেন্স, বেসিক কম্পিউটার, নামেরিকাল আপ্টিটিউড, ক্লেরিকাল অপ্টিটিউড। প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী ২০ টি করে ২০ নম্বরে প্রশ্ন থাকবে।

ফিজিক্যাল স্ট্যান্ডার্ড (PMT)

HC এবং ASI পদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা ১৬৫ সেন্টিমিটার এবং বুক ৭৭-৮২ সেন্টিমিটার হতে হবে এবং মহিলাদের উচ্চতা ১৫৫ সেন্টিমিটার হতে হবে।

আরও পড়ুন: IBPS RRB Recruitment 2024 – একাধিক শূন্য পদে হবে নিয়োগ

আবেদন পদ্ধতি

  • আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি টি দেখে নিতে হবে যে বিজ্ঞপ্তি অনুযায়ী নিজেদের আবেদনের যোগ্যতা ঠিক আছে কিনা।
  • তারপর Apply Link খুঁজে সেখানে ক্লিক করে আবেদন পত্রটি সম্পন্ন ফিলাপ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টসের ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে।
  • আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।
  • সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সময় আবেদনপত্রের প্রিন্ট আউট অবশ্যই নিজের কাছে রেখে দিতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Apply LinkClick Here
অফিসিয়াল বিজ্ঞপ্তি PDFDownload Here
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।