কলকাতা CID দপ্তরে কর্মী নিয়োগ, রয়েছে মোটা অংকের বেতন, শীঘ্রই আবেদন করুন

By Amit Sarkar

Updated on:

CID West Bengal Recruitment 2024 for Various Vacancies

রাজ্য পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে নতুন করে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে বিজ্ঞপ্তি অনুযায়ী পুরুষ এবং মহিলা উভয়ে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন জানাতে পারবে। এবার আমরা দেখে নেব আবেদন করতে হলে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন, সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।

পদের নাম ও শূন্য পদ সংখ্যা- সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে যেমন Mobile Forensic Expert, Network Forensic Expert, Malware Forensic Expert, Cloud Forensic Expert, Crypto Analysts, Disk Forensic Expert। এই সমস্ত পোস্ট মিলিয়ে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৯ টি।

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারীদের উপরোক্ত পথগুলোতে আবেদন করার জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যেমন আবেদনকারীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রনিক্স এ IT, M.Tech, BCA, অথবা MCA বা টেকনিক্যাল বিভাগের যেকোনো বিষয়ে নিয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা থাকতে হবে।

বয়স সীমা- এক্ষেত্রে আবেদন জানানোর জন্য আবেদনকারীদের নির্দিষ্ট কোন বয়স সীমার উল্লেখ করা হয়নি।

মাসিক বেতন- এক্ষেত্রে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন ১.৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ- আবেদন শুরুর তারিখ হল ১১-৭-২০২৪ এবং আবেদনের শেষ তারিখ কিন্তু রয়েছে ১০-০৮-২০২৪।

আরও পড়ুন: LIC HFL জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, মাসিক ৩২ হাজার টাকা বেতন

আবেদন পদ্ধতি- আবেদন প্রার্থীদের অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে লগইন আইডি দিয়ে লগইন করে নিতে হবে। এরপর অনলাইন আবেদন পত্রের নির্দেশ অনুযায়ী সঠিক তথ্য দিয়ে সম্পূর্ণ ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির ফটোকপি আপলোড করে দিতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।