CISF কনস্টেবল নিয়োগ, শূন্য পদ সংখ্যা ১১৬১ টি, এখনই আবেদন করুন

Updated on:

CISF Constable Tradesman Online Registration 2025

ইন্দ্রাণী সরকার, কলকাতা: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) অসংখ্য শূন্য পদে কনস্টেবল ট্রেডসম্যান পদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

পদের নাম ও শূন্য পদ সংখ্যা

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে কনস্টেবল ট্রেডস ম্যান পদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে। আর এই পদের জন্য রয়েছে ১১৬১ টি শূন্য পদ। তবে এক্ষেত্রে বিভিন্ন ট্রেড অনুযায়ী কিন্তু প্রার্থীদের শূন্য পদ সংখ্যা ভিন্ন ভিন্ন রয়েছে।

  • Cook – ৪৯৩ টি।
  • Cobbler -৯ টি।
  • Tailor -২৩ টি।
  • Barber – ১৯৯ টি।
  • Washer Man -২৬২ টি।
  • Sweeper – ১৫২ টি।
  • Painter – ২ টি।
  • Carpenter -৯ টি।
  • Electrician – ৪ টি।
  • Mali – ৪ টি।
  • Welder -১ টি।
  • Charge Mechanic – ১ টি।
  • MP Attendant – ২ টি।

বয়স সীমা

উপরোক্ত পদ গুলোতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছরের মধ্যে। আর সেই বয়স হিসেব করতে হবে ১/৮/২০২৫ তারিখ অনুযায়ী। এছাড়া রিজার্ভ ক্যাটেগরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ডের পক্ষ থেকে মাধ্যমিক পাস করা থাকলেই আবেদন করতে পারবে। এছাড়া প্রার্থীদের নির্দিষ্ট ট্রেড অনুযায়ী ITI সার্টিফিকেট থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা বিস্তারে জানতে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন।

মাসিক বেতন

এক্ষেত্রে নির্বাচিত চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ হল ৫/৩/২০২৫ এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হল ৩/৪/২০২৫।

আবেদন মূল্য

General/OBC/EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা করে দিতে হবে। SC, ST, Ex-servicemen, এবং মহিলা প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে না।

নির্বাচন প্রক্রিয়া

প্রথমে প্রার্থীদের ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টনেওয়া হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং টেস্ট নেওয়া হবে। তারপরে লিখিত পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

Physical Efficiency Test

পুরুষ প্রার্থীদের ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১.৬ কিলোমিটার দৌড় দিতে হবে। এবং মহিলা প্রার্থীদের চার মিনিটের মধ্যে ৮০০ মিটার দৌড় দিতে হবে।

Physical Standard Test

  • পুরুষ প্রার্থীদের হাইট এ ১৭০ সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে ৮০ থেকে ৮৫ সেন্টিমিটার।
  • মহিলা প্রার্থীদের হাইট হতে হবে ১৫৭ সেন্টিমিটার।

আবেদন পদ্ধতি

সকলকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি টি ভালো করে পড়ে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে অ্যাপ্লাইলিংক খুঁজে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। আবেদন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর আবেদন পত্রের একটি প্রিন্ট আউট অবশ্যই নিজের কাছে রেখে দিবেন।

Apply Link
Official Notification

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। বিশেষত, চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে তা পৌঁছে দেওয়া তাঁর অন্যতম পছন্দের কাজ। তাঁর লেখার মাধ্যমে পাঠকদের কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য এবং নির্দেশনা প্রদান করা প্রধান লক্ষ্য।