রাজ্য সরকারি দপ্তরে কর্মী নিয়োগ! প্রকাশিত হলো বিজ্ঞপ্তি, মাসিক বেতন ১৬৮০০ টাকা

Updated on:

ECHS Kolkata Recruitment 2025

ইন্দ্রাণী সরকার, কলকাতা: সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর। সম্প্রতি প্রাক্তন সৈনিক কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ECHS) এর পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সমস্ত যোগ্য প্রার্থীরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ হবে। ন্যূনতম যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন। এবার দেখে নেব এর আবেদন করতে গেলে প্রার্থীদের যোগ্যতা কি হতে হবে, বয়স সীমা কত কি রয়েছে, আবেদন পদ্ধতি, বেতন সীমা এবং অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়।

পদের নাম

সংস্থার পক্ষ থেকে চাকরি নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগ করা হবে। যেমন ক্লার্ক, পিয়ন, নার্সিং সহকারি, চৌকিদার, ডেটা এন্ট্রি অপারেটর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, টেকনিশিয়ান, মেডিকেল স্পেশালিস্ট, মেডিকেল অফিসার, ডেন্টাল অফিসার, ডেন্টাল সহকারি, সাইকো থেরাপিস্ট, ফার্মাসিস্ট, ওআইসি পলিক্লিনিক।

মোট শূন্য পদ সংখ্যা

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদ মিলিয়ে এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৪৮ টি। কোন পদের জন্য কতগুলি শূন্য পদ সংখ্যা রয়েছে, তা জানতে হলে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন।

বয়স সীমা

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে বিভিন্ন পদ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা প্রার্থীদের ভিন্ন ভিন্ন হতে হবে। তবে তাদের সমস্ত বয়স হিসেব করতে হবে ১/৪/২০২৫ তারিখ অনুযায়ী। বিজ্ঞপ্তিতে দেওয়া পদের নম্বর হিসেবে বললে, প্রার্থীদের বয়স হতে হবে-

  • শ্রেণী নং ১,২ নম্বরের ক্ষেত্রে ৬৮ বছর।
  • শ্রেণি নং ৩ এর জন্য ৬৬ বছর।
  • শ্রেণি নং ৪ ও ৫ এর জন্য ৬৩ বছর।
  • শ্রেণী নং 6 থেকে 11 এর জন্য ৫৬ বছর।
  • শ্রেণী নং ১২ থেকে ২০ এর জন্য ৫৩ বছর হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

এক্ষেত্রে বিভিন্ন পদ অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিন্ন ভিন্ন হতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু অষ্টম শ্রেণীর পাশ থেকে একাধিক শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পদে আবেদনের সুযোগ থাকছে চাকরিপ্রার্থীদের। এক্ষেত্রে এমনও কিছু কিছু পদ রয়েছে যেখানে কোনরকম শিক্ষাগত যোগ্যতা ছাড়া শুধুমাত্র স্বাক্ষর জ্ঞান থাকলে চাকরিপ্রার্থী আবেদন জানাতে পারবে। তবে একাধিক গুরুত্বপূর্ণ পদের জন্য কিন্তু উচ্চতর শিক্ষা যোগ্যতা প্রয়োজন। পদ অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ বিবরণ জানার জন্য অবশ্যই প্রকাশিত বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন। প্রার্থীরা অবশ্যই আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি টি ভালো করে পড়ে বুঝে নিয়ে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

মাসিক বেতন

যেহেতু এক্ষেত্রে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। তাই বিভিন্ন পদে কর্মী হিসেবে নিযুক্ত প্রার্থীদের তাদের চাকরি অনুযায়ী বেতন ভিন্ন ভিন্ন হবে। তবে এক্ষেত্রে ন্যূনতম বেতন রয়েছে ১৬,৮০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,০০,০০০ টাকা পর্যন্ত।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ হল ১৩/০২/২০২৫। এই সময় সীমার মধ্যেই প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

নিয়োগ পদ্ধতি

আবেদনের উপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

সমস্ত প্রার্থীদের আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। এর জন্য প্রার্থীদের সবার আগে বিজ্ঞপ্তিটি ভাল করে দেখে শুনে বুঝে নিতে হবে। সবার প্রথমে আবেদন পত্রটি ডাউনলোড করে হাতে কলমে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের ফটোকপি একসঙ্গে যুক্ত করে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সেখান থেকে সমস্ত তথ্য ভালো করে দেখে শুনে বুঝে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। আবেদনপত্র এবং অফিশিয়াল বিজ্ঞপ্তি Download Now

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। বিশেষত, চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে তা পৌঁছে দেওয়া তাঁর অন্যতম পছন্দের কাজ। তাঁর লেখার মাধ্যমে পাঠকদের কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য এবং নির্দেশনা প্রদান করা প্রধান লক্ষ্য।