ইন্দ্রাণী সরকার, কলকাতা: সমস্ত ইঞ্জিনিয়ারিং পড়া চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। সম্প্রতি ভারতবর্ষে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে অসংখ্য শূন্য পদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূলত ইঞ্জিনিয়ারিং পেশার সঙ্গে যুক্ত বা ইন্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ে পড়াশোনা করা চাকরিপ্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারবে।
এক্ষেত্রে যেমন উচ্চমানের বেতন পাবে তেমনি একাধিক সুযোগ-সুবিধা লাভ করবে চাকরিপ্রার্থীরা। তবে এবার চলুন জেনে নেওয়া যাক এক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদনের নিয়ম, নিয়োগ পদ্ধতি এবং যোগ্যতা, বয়স সীমা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নেই।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট চারটি পদে কর্মী নিয়োগ করা হবে। সেই পদ গুলি হলো- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার GR II, ম্যানেজার GR I, এবং সিনিয়র ম্যানেজার। তবে এক্ষেত্রে চারটি পদ মিলিয়ে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৪৮ টি। বিভিন্ন পদ অনুযায়ী শূন্যবাদ সংখ্যা নীচে দেওয়া হল।
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ২২ টি।
- ম্যানেজার GR I – ১১ টি।
- ম্যানেজার GR II – ১০ টি।
- সিনিয়র ম্যানেজার – ৫ টি।
বয়স সীমা
উপরোক্ত পদগুলিতে আবেদন করতে চাইলে আবেদনকারী প্রার্থীদের বিভিন্ন পদ অনুযায়ী প্রার্থীদের বয়স ভিন্ন হতে হবে।
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- এই পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে।
- ম্যানেজার GR I – এই পদে সর্বোচ্চ ৩৭ বছর পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবে।
- ম্যানেজার GR II – এই পদে আবেদন করতে চাইলে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- সিনিয়র ম্যানেজার – প্রার্থীদের সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
যেহেতু এখানে একাধিক পদে প্রার্থীদের নিয়োগ করা হবে তাই বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন হতে হবে।
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- এই পদে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বরের সঙ্গে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, বিষয়ের উপর ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করা থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ম্যানেজার GR I – এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের B.E, B.Tech, বা LLB ডিগ্রি অর্জন করা থাকতে হবে এবং সঙ্গে অন্ততপক্ষে ছয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ম্যানেজার GR II – এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বরের সাথে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বিষয়ে এর উপর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকতে হবে। এক্ষেত্রেও প্রার্থীদের চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- সিনিয়র ম্যানেজার – এই পদে আবেদন জানাতে গেলে প্রার্থীদের অবশ্যই B.E, B.Tech, বা LLB ডিগ্রী অর্জন করা থাকতে হবে এবং সেই সঙ্গে অন্ততপক্ষে নয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন
এক্ষেত্রে বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু বেতন সীমা ভিন্ন ভিন্ন রয়েছে।
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- মাসিক বেতন ৪০,০০০ টাকা।
- ম্যানেজার GR I – মাসিক বেতন ৬০,০০০ টাকা।
- ম্যানেজার GR II – মাসিক বেতন ৫০,০০০ টাকা।
- সিনিয়র ম্যানেজার – মাসিক বেতন ৭০,০০০ টাকা।
নির্বাচন পদ্ধতি
এক্ষেত্রে প্রতিটি পদের জন্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। সংস্থার পক্ষ থেকে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, ভুবনেশ্বর, এবং গৌহাটিতে ইন্টারভিউ এর আয়োজন করা হবে।
আবেদন পদ্ধতি
সমস্ত ইচ্ছুক চাকরি-প্রার্থীদের প্রথমে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। তারপর অফিসিয়াল ওয়েবসাইটের অনলাইনে মাধ্যমে সঠিক তারিখের আগেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হলো ৮/৪/২০২৫।
Official Notification | Click Here |