ইন্দ্রাণী সরকার, কলকাতা: সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড অর্গানিজশন এর পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে যোগ্য প্রার্থীরা এপ্রিল মাসের ১৫ তারিখের মধ্যে অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জমা করতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন। এবার দেখে নেবো প্রার্থীদের আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে, বয়স কত হতে হবে, কতগুলো শুন্য পদ রয়েছে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড অর্গানিজশন এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে Deputy Director & Assistant Director পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। আর এক্ষেত্রে মোট শূন্য পদ সংখা রয়েছে ২৫ টি। নীচে বিভিন্ন পদ অনুযায়ী শূন্য পদ সংখ্যা দেওয়া হল।
- Deputy Director (vigilance) – ০৭ টি.
- Assistant Executive Engineer (vigilance) – ১৮ টি
আবেদনকারীর বয়সসীমা
বয়সসীমা বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞাপনটি দেখুন।
শিক্ষাগত যোগ্যতা
নিয়মিতভাবে অ্যানালগাস পোস্ট ধরে রাখা। শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।
মাসিক বেতন
উপরোক্ত পদে চাকরি প্রাপ্ত প্রার্থীদের বেতন সংস্থার নিয়ম অনুযায়ী বেতন প্রদান করা হবে। বেতনসীমা বিশদে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি জানুযায়ী আবেদন ফর্ম জমা করার তারিখ ২৮/০২/২০২৫ থেকে ১৫/০৪/২০২২৫ পর্যন্ত।
নির্বাচন প্রক্রিয়া
এক্ষেত্রে আবেদনকারীদের ডেপুটেশনের ভিত্তিতে নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতি
সকলকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবার প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তি টি ভালো করে পড়ে শুনে বুঝে যোগ্য হলে তারপরে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। তারজন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি সংগ্রহ করুন। এরপর সেটি একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট বের করুন। তারপর সেই প্রিন্ট আউট করা আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি ওই অফলাইন ফর্মটির সঙ্গে জেরক্স করে সংযুক্ত করুন। এরপর শেষে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিন।
আবেদন পত্র জমা করার ডাক ঠিকানা – Shri Deepak Arya, Regional Provident Fund Commissioner-II (Recruitment Division), Employees’ Provident Fund Organization, Plate A, Ground Floor, Block-II, East Kidwai Nagar, New Delhi-110023.
Official Notification | Click Here |