HAL Recruitment 2024: হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ভারতের যে কোন জেলা থেকেই কিন্তু আবেদনকারীরা নিজেদের আবেদন জানাতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
সুচিপত্র
পদের নাম
HAL নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এক্ষেত্রে বিভিন্ন বিষয়ের উপর ডিপ্লোমা টেকনিশিয়ান এবং অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। যেমন Mechanical, Electrical, fetter, Electrician, Mechanist, Welder, Sheet Metal Worker, Electronics।
মোট শূন্যপদ সংখ্যা
সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে মোট ১৮২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ১৮২ টি শূণ্য পদের মধ্যে Diploma Technician (Mechanical) পদের জন্য ২৯ টি শূন্য পদ রয়েছে, Diploma Technician (Electrical/ Electronics/ Instrumentation) পদের জন্য ১৭ টি শূণ্য পদ রয়েছে, Operator (Fitter) পদের জন্য ১০৫ টি শূন্য পদ রয়েছে, Operator (Electrician) পদের জন্য ২৬ টি শূন্যপদ রয়েছে, Operator (Mechanist) পদের জন্য ২ টি শূন্য পদ রয়েছে, Operator (Welder) পদের জন্য ১ টি শূন্য পদ রয়েছে, এবং Operator (Sheet Metal Worker) পদের জন্য ২ টি শূন্য পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
উপরোক্ত পদগুলিতে আবেদন করতে হলে আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং এবং ITI কোর্স নিয়ে ডিপ্লোমা ডিগ্রী করা থাকতে হবে। যে সমস্ত আবেদনকারীরা UR, OBC -NCL, EWS ক্যাটাগরি প্রার্থী রয়েছে তাদের ৬০% এবং তার বেশি নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। এছাড়া যারা SC, ST, PwBD বিভাগের প্রার্থীদের ৫০% এবং তার বেশি শতাংশ নম্বর নিয়ে পাস করে থাকতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে শুনে বুঝে নিতে হবে।
আবেদনকারীর বয়সসীমা
আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। এছাড়া যারা রিজার্ভ ক্যাটাগরির রয়েছে তাদের বয়সের ছাড় রয়েছে।
বেতন
যেহেতু এখানে ডিপ্লোমা টেকনিশিয়ান এবং অপারেটর পদের জন্য কর্মী নিয়োগ করা হবে সে ক্ষেত্রে ডিপ্লোমা টেকনিশিয়ান পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বেতন দেওয়া হবে ৪৬৫১১ টাকা করে। এবং অপারেটর পদে যারা চাকরি পাবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪৪৫৫৪ টাকা করে।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারীর মধ্যে থেকে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করার জন্য প্রথমে লিখিত পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন করার শুরুর তারিখ হল ৩০/৫/২০২৪ এবং আবেদন করার শেষ তারিখ হল ১২/৬/২০২৪।
আরও পড়ুন: সেন্ট্রাল ব্যাংকে কর্মী নিয়োগ! বেতন থাকছে ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা প্রতি মাসে
আবেদন পদ্ধতি
- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- সবার প্রথমে দেখে নিতে হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আপনার যোগ্যতা ঠিক আছে কিনা।
- তারপর আবেদনের লিংকে ক্লিক করে আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে সম্পূর্ণ ফিলাপ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস এর ফটোকপি সঠিক সাইজ মত আপলোড করতে হবে।
- সঠিক তারিখ ও সময়ের আগে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
- অবশ্যই আবেদন পত্রের একটি পেন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট | Apply Link |
অফিসিয়াল বিজ্ঞপ্তি PDF | Download Here |
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।