স্বাস্থ্য সাথী কার্ড এখনও বানাননি? অনলাইনে স্বাস্থ্য সাথী কার্ড পেতে কিভাবে আবেদন করবেন দেখে নিন

By Sumi Roy

Updated on:

Swasthya Sathi Card

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষরা যাতে বিনা পয়সা চিকিৎসা পেতে পারে সেই জন্যই কিন্তু চালু করেছে স্বাস্থ্য সাথী কার্ড। রাজ্যের সবাই এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পেতে পারে। ২০১৬ সালের ৩০ শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি চালু করেন। আগে এই কার্ড পেতে গেলে দুয়ারে সরকারে কাগজপত্র জমা দিতে হতো, তবে এখন আপনি দুয়ারে সরকারে না গিয়েও অনলাইনের মাধ্যমে স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করতে পারবেন। এই প্রতিবেদনে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

স্বাস্থ্য সাথী কার্ড

মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা সুবিধার কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ‘মেডিক্লেম পলিসিটি’ চালু করেন। স্বাস্থ্য সাথী মূলত একটি বীমা। আর এই কার্ডের মাধ্যমে কিন্তু একাধিক জটিল রোগের চিকিৎসা বিনা পয়সায় করানো যায়। তবে শুধু সরকারি হাসপাতালেই নয়, বিভিন্ন রকম বেসরকারি হাসপাতালেও কিন্তু এই কার্ডের মাধ্যমে চিকিৎসা পাওয়া যায়। পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ পরিবার ৫ লাখ টাকা করে স্বাস্থ্য বীমা দেওয়া হয়।

কিভাবে আবেদন করবেন

স্বাস্থ্য সাথী কার্ড এর সুবিধা পাওয়ার জন্য আপনাকে আবেদন করতে হবে। এই আবেদন করা যায় দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এছাড়া অনলাইনের মাধ্যমেও। অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য সবার প্রথমে যেতে হবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে swasthyasathi.gov.in । তারপর সেখানে গিয়ে এপ্লাই অনলাইন লিংকে ক্লিক করে Online Application for Swasthya Sathi তে ক্লিক করলেই একটি নতুন পেজ খুলে যাবে তারপর সেখানে মোবাইল নম্বর দিয়ে OTP বাটনে ক্লিক করতে হবে OTP সঠিক জায়গায় লিখে সাবমিট করতে হবে। তারপর যে সমস্ত তথ্য চাওয়া হবে তা দিয়ে আবেদন করতে হবে।

প্রয়োজনীয় নথি

অনলাইনে আবেদনকারীকে প্রয়োজনীয় নথি হিসেবে নিজের নাম, আধার কার্ডের নম্বর, ঠিকানা, মোবাইল নাম্বার এবং বায়োমেট্রিক তথ্য দিতে হবে। আর এই কার্ড কিন্তু পরিবারের মহিলাদের নামে করা হয়ে থাকে, এবার যদি কোন পরিবারে মহিলা না থাকে তাহলে সেই পুরুষদের নামে কিন্তু কার্ডটি হবে।

আরও পড়ুন: রাজ্য সরকার নতুন একটি প্রকল্প চালু করল! এবার থেকে মিলবে ১২,৫০০ টাকা

অফলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি

যদি কারও অনলাইনে মাধ্যমে আবেদন করায় সমস্যায় হয় তাহলে Swasthya Sathi অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এপ্লাই অনলাইন অপশন এ ক্লিক করতে হবে সেখান থেকে Swasthya Sathi কার্ডের আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর ফর্মটি সঠিকভাবে ফিলাপ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নির্দিষ্ট পৌরসভা/পঞ্চায়েতে গিয়ে জমা দিয়ে আসতে হবে।

Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।