ইন্দ্রাণী সরকার, কলকাতা: আবারো সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। কেন্দ্রীয় সরকারের তেল সরবরাহকারী সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম লিমিটেডের পক্ষ থেকে সম্প্রতি বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের চাকরি প্রার্থীরা অনায়াসে আবেদন জানাতে পারবে। চাকরিপ্রার্থীরা এক্ষেত্রে বিভিন্ন দপ্তরের জুনিয়র এক্সিকিউটিভ পদে আবেদনের সুযোগ পাবে। এবার দেখে নেব প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কোন কোন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, আবেদনের জন্য যোগ্যতা কি লাগবে, বয়স সময়সীমা কত কি লাগবে, আবেদনের শেষ তারিখ কত? ইত্যাদি বিষয়।
[ez-toc]
পদের নাম
হিন্দুস্তান পেট্রোলিয়াম লিমিটেড এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। উক্ত পদ গুলি হল মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল এন্ড ইন্সট্রুমেন্টেশন বিভাগে জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মীদের নিয়োগ করা হবে।
মোট শূন্য পদ সংখ্যা কত রয়েছে?
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে সব মিলিয়ে মোট শূন্য পদ সংখ্যা হবে ২৩৪টি। মেকানিক্যাল বিভাগের জন্য ১৩০ টি শূন্য পদ রয়েছে, ইলেকট্রিক্যাল বিভাগের জন্য ৬৫ টি শূন্য পদ রয়েছে, ইন্সট্রুমেন্টেশন বিভাগের জন্য ৩৭ টি শুন্য পদ রয়েছে এবং কেমিক্যাল বিভাগের জন্য ২ টি শূন্য পদ রয়েছে।
বয়স সীমা
সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জুনিয়র এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। সেই বয়স হিসেব করতে হবে ১৪/২/২০২৫ তারিখ অনুযায়ী। বয়স সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন।
শিক্ষাগত যোগ্যতা
সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি বিভাগের জন্য উপযুক্ত বিষয় নিয়ে ইচ্ছুক প্রার্থীদের অন্ততপক্ষে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী করা থাকতে হবে। তবে এক্ষেত্রে প্রার্থীদের কোনো রকম অভিজ্ঞতা লাগবেনা। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সমস্ত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নেবেন। আর ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই বলব আপনারা আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে দেখেশুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
মাসিক বেতন
এক্ষেত্রে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিযুক্ত প্রতিটি কর্মীকে প্রথম মাস থেকে ৩০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হল ১৫/১/২০২৫ এবং আবেদনের শেষ তারিখ হল ১৪/২/২০২৫। এই সময় সীমার মধ্যেই প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আবেদন মূল্য
সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি প্রার্থীদের আবেদন করার জন্য নির্দিষ্ট একটি আবেদনমূল্য জমা করতে হবে। UR, OBC, EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১১৮০ টাকা করে আবেদন মূল্য দিতে হবে। এছাড়া SC, ST, PwBD ক্যাটাগরি প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া
এক্ষেত্রে প্রত্যেক আবেদনকারী প্রার্থীদের অ্যাপটিটিউড পরীক্ষা এবং পেশাগত জ্ঞানের উপর নির্ভর করে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
সকলকে আবেদন অনলাইনে মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর এপ্লাই লিংক খুঁজে প্রথমে রেজিস্ট্রেশন তারপর লগইন করে সম্পূর্ণ আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। তারপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস ফটোকপি এবং আবেদনমূল্য জমা করে পুনরায় আবেদন পত্রটি চেক করে ফাইনাল সাবমিট করতে হবে। সঠিক সময় ও তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
Official Notification | Download |
Official Website | Visit |