HURL Vacancy 2024: হিন্দুস্তান উর্ভারক অ্যান্ড রাসায়ন লিমিটেড (HURL) তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো জায়গা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীরা নিজেদের আবেদন অনলাইনে মাধ্যমে জানাতে পারবে।
HURL Vacancy 2024
হিন্দুস্তান উর্ভারক অ্যান্ড রাসায়ন লিমিটেড (HURL) তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদ হল গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেইনি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেইনি। তবে এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ২১২ টি। আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত কি হতে হবে, বেতন কত করে দেবে, শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে এ সমস্ত একাধিক তথ্য জানতে হলে অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন।
শূন্য পদ সংখ্যা:
গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেইনি পদের জন্য শূন্য পদ সংখ্যা রয়েছে ৬৭ টি, এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেইনি পদের জন্য শূন্য পদ সংখ্যা রয়েছে ১৪৫ টি।
বয়স সীমা:
আগ্রহী প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
উপরোক্ত পদে আবেদন করতে চাইলে প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী/ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে।
মাসিক বেতন:
- Graduate Engineer Trainee (GET) পদে চাকরিপ্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০টাকা + সুবিধা।
- Diploma Engineer Trainee (DET) পদে চাকরিপ্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ২৩,০০০ টাকা থেকে ৭,২৬,২০০ টাকা + সুবিধা।
আবেদন মূল্য:
Graduate Engineer Trainee (GET) পদের জন্য প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৭৫০ টাকা করে জমা করতে হবে। এছাড়া Diploma Engineer Trainee (DET) পদের জন্য প্রার্থীদের ক্ষেত্রে আবেদনমূল্য ৫০০ টাকা করে দিতে হবে।
নিয়োগ পদ্ধতি:
এক্ষেত্রে আবেদনকারীদের অনলাইন পরীক্ষা / অনলাইন CBT ভিত্তিক উদ্দেশ্য টাইপ পরীক্ষা,শর্ট লিস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ হল ০১/১০/২০২৪। অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হল ২১/১০/২০২৪।
আবেদন পদ্ধতি:
আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এপ্লাই লিংক খুঁজে রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপর লগইন আইডি দিয়ে লগইন করে আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে। শেষে আবেদন মূল্য জমা করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন, বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।
আরও পড়ুন: সেপ্টেম্বর মাসের শেষে হতে চলেছে চাকরির মেলা! দেখে নিন বিস্তারিত
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।