IBPS PO পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একাধিক পদে হবে নিয়োগ

By Amit Sarkar

Updated on:

IBPS PO Notification 2024

ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের পক্ষ থেকে প্রবেশনারি অফিসার/ম্যানেজমেন্ট ট্রেনিং পদে নিয়োগের জন্য একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার আবেদন শুরু হতে চলেছে ১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত। এক্ষেত্রে যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

পদের নাম ও শূন্য পদ সংখ্যা- অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রবেশনারি অফিসার/ম্যানেজমেন্ট ট্রেইনি পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্য পদ সংখ্যা- সংস্থার পক্ষ থেকে প্রকাশিত সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা উল্লেখ করা হয়নি। আমরা আশা করছি যে ডিটেলস নোটিফিকেশন প্রকাশিত হলে আমরা জানতে পারবো কতগুলো শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা- শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা জানতে হলে অবশ্যই সংস্থার ডিটেলস অফিশিয়াল নোটিফিকেশন টি দেখতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ- আবেদন শুরুর তারিখ হল ১/৮/২০২৪, এবং আবেদনের শেষ তারিখ হল ২১/৮/২০২৪। এছাড়া প্রি এক্সাম ট্রেনিং এর তারিখ হল সেপ্টেম্বর ২০২৪, এছাড়া প্রিলিমিনারি অনলাইন পরীক্ষার তারিখ অক্টোবর, নভেম্বর ২০২৪, এবং প্রিলিমিনারি অনলাইন পরীক্ষার রেজাল্টের তারিখ হল নভেম্বর, ডিসেম্বর ২০২৪। এছাড়া মেইন অনলাইন পরীক্ষার তারিখ রয়েছে নভেম্বর, ডিসেম্বর এবং মেইন পরীক্ষার রেজাল্টের তারিখ রয়েছে ডিসেম্বর ২০২৪ থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি ২০২৫। এছাড়া সম্ভাব্য ইন্টারভিউ এর তারিখ রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি ২০২৫।

আরও পড়ুন: রাজ্যে SSC- র মাধ্যমে গ্রুপ C পদে নিয়োগ: মোট ২০০০ শূন্য পদে গ্রুপ সি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদন অনলাইনে মাধ্যমে করতে হবে। সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি টি ভালো করে পড়ে নিতে হবে। তারপর অ্যাপ্লাই লিংক খুঁজে সেটিতে ক্লিক করে ইন্সট্রাকশন অনুযায়ী ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদন পত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট IBPS
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।