Champions Trophy 2025: ভারত-পাকিস্তান ম্যাচের জন্য অপেক্ষা শেষ, জানুন টিকিটের মূল্য ও সময়সূচি

Published on:

icc champions trophy 2025 tickets

সুমি রায়, কলকাতা: আর বেশি দিন বাকি নেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের। আগামী মাসেই পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। এই টুর্নামেন্টে যে ম্যাচটির জন্য ক্রিকেট ভক্তরা আগ্রহ করে বসে থাকে সেটি হল ভারত পাকিস্তান ম্যাচ। ক্রিকেট ভক্তদের কথা মাথায় রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রায় ১০ টি ম্যাচের (দ্বিতীয় সেমিফাইনাল সহ) টিকিটের মূল্য প্রকাশ করেছে। এবং সেই টিকিট বিক্রি হবে অনলাইনের মাধ্যমে মঙ্গলবার (২৮ শে জানুয়ারি) থেকে। অনলাইনে টিকিট উইন্ডো খুলবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২:৩০ মিনিটে। অনলাইনে টিকিট কাটতে গেলে প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

টিকিটের মূল্য

খবর অনুযায়ী জানা গিয়েছে যে সবচেয়ে সস্তা টিকিট রাখা হয়েছে ১০০০ পাকিস্তানি রুপি। যা ভারতীয় ৩১০ টাকার সমান হবে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড শুধুমাত্র তাদের হোম ম্যাচের জন্য টিকিটের দাম প্রকাশ করেছে। অর্থাৎ করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির ম্যাচের টিকিটের দাম কত টাকা তা প্রকাশ্যে এসেছে।

পাকিস্তানে অনুষ্ঠিত ম্যাচের টিকিটের দাম কত?

পাকিস্তানের যে সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে সেগুলি কিন্তু পাকিস্তানের মোট তিনটি স্টেডিয়ামেই হবে। স্টেডিয়াম গুলি হলো করাচি, লাহোর, এবং রাওয়ালপিন্ডি। এবার আমরা দেখে নেব সস্তা টিকিটের দাম। সব থেকে সস্তা টিকিট রয়েছে পাকিস্তানের ১০০০ টাকা অর্থাৎ ভারতের ৩১০ টাকা। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ। সেই ম্যাচের সস্তা টিকিটের দাম হল ২০০০ পাকিস্তানি রুপি অর্থাৎ ভারতীয় ৬২০ টাকা। পাকিস্তানের একটি মাত্র সেমিফাইনাল ম্যাচ হবে, যার টিকিটের মূল্য শুরু হবে ২৫০০ পাকিস্তানের রুপি অর্থাৎ ভারতীয় ৭৭৬ টাকা।

এবার আমরা দেখে নেব পাকিস্তানি অনুষ্ঠিত কিছু ভিভিআইপি টিকিটের দাম। পাকিস্তানের ম্যাচের ভিভিআইপি টিকিটের দাম রাখা হয়েছে ১২,০০০ পাকিস্তানি রুপি অর্থাৎ ভারতীয় ৩৭২৬ টাকা। সেমি ফাইনালে ভিভিআইপি টিকিটের জন্য একজন ব্যাক্তিকে দিতে হবে ২৫,০০০ পাকিস্তানি রুপি অর্থাৎ ভারতীয় ৭৭৬৪ টাকা।

তবে প্রিমিয়াম গ্যালারি টিকিটের দাম স্টেডিয়াম অনুযায়ী আলাদা আলাদা হবে। করাচিতে প্রিমিয়াম গ্যালারি টিকিটের দাম পড়বে ৩৫০০ পাকিস্তানের রুপি অর্থাৎ ভারতীয় ১০৮৬ টাকা। তবে ভিআইপি টিকিটের দামও আলাদা হবে, করাচিতে ভিআইপি টিকিটের দাম ৭ হাজার পাকিস্তানি রুপি অর্থাৎ ভারতীয় ২১৭১ টাকা, লাহোরে ৭৫০০ পাকিস্তানের রুপি অর্থাৎ ভারতীয় ২৩২৬ টাকা।

চ্যাম্পিয়ন্স ট্রফি সময়সূচী

এবার আমরা দেখে নিব চ্যাম্পিয়নস ট্রফির কোন দিন কোন দেশের সঙ্গে কোন দেশের খেলা হবে এবং কোথায় সেই খেলা অনুষ্ঠিত হবে।

  • ১৯ ফেব্রুয়ারি ২০২৫, পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, করাচি, পাকিস্তান।
  • ২০ ফেব্রুয়ারি ২০২৫, বাংলাদেশ বনাম ভারত, দুবাই।
  • ২১ ফেব্রুয়ারি ২০২৫, আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি, পাকিস্তান।
  • ২২ ফেব্রুয়ারি ২০২৫, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান।
  • ২৩ ফেব্রুয়ারি ২০২৫, পাকিস্তান বনাম ভারত, দুবাই।
  • 24 ফেব্রুয়ারি 2025, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।
  • ২৫ ফেব্রুয়ারি ২০২৫, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।
  • ২৬ ফেব্রুয়ারী ২০২৫, আফগানিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর পাকিস্তান।
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৫, পাকিস্তান বনাম বাংলাদেশ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৫, আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, লাহোর, পাকিস্তান।
  • ১ মার্চ ২০২৫, দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, করাচি, পাকিস্তান।
  • ২ মার্চ ২০২৫, নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই।
  • ৩ মার্চ ২০২৫, সেমিফাইনাল ১, দুবাই।
  • ৫ মার্চ ২০২৫, সেমিফাইনাল ২, লাহোর পাকিস্তান।
  • ৯ মার্চ ২০২৫ ফাইনাল, লাহোর (যদি এই ফাইনালের ভারত যোগ্যতা অর্জন করে তাহলে এটি দুবাইয়ে খেলা হবে)।
  • ১০ মার্চ ফাইনাল রিজার্ভ ডে।

Sumi Roy

সুমি Daily Khabor Bangla ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা। সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। খেলা এবং প্রযুক্তি নিয়ে নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরিতে সুমি বিশেষ পারদর্শী। তাঁর আন্তরিকতা ও সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।