ইন্দ্রাণী সরকার, কলকাতা: মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। কারণ সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ অসংখ্য শূন্য পদে গ্রামীণ ডাক সেবক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে সর্বনিম্ন মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন যে কোন যোগ্য ব্যক্তিকে নিয়োগ করবে পোস্ট অফিস কর্তৃপক্ষ। এক্ষেত্রে প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন করতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
৭/২/২০২৫ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতীয় ডাক বিভাগ এর বিভিন্ন অফিসে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ শাখা পোস্টমাস্টার/ সহকারী শাখা পোস্টমাস্টার/ ডাক সেবক পদ পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র আহ্বান করা হচ্ছে। এবার দেখে নেব এক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স কত হতে হবে, কতগুলো শূন্য পদ সংখ্যা রয়েছে, আবেদন প্রক্রিয়া কি রয়েছে, যোগ্যতা কি লাগবে, এবং বেতন কত করে দেবে ইত্যাদি সমস্ত তথ্য।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), সহকারি ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM), এবং গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে। তবে এক্ষেত্রে সমস্ত পদ মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা হল ২১,৪১৩ টি। গোটা দেশে হবে এই নিয়োগ।
বয়সের সীমা
গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষণের নিয়ম অনুযায়ী SC/ST চাকরিপ্রার্থীদের জন্য মোট সর্বোচ্চ বয়স সীমায় 5 বছরের ছাড় থাকবে। OBC প্রার্থীদের জন্য মোট ৩ বছরের এবং শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীদের জন্য মোট ১০ বছরের ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
যে সমস্ত চাকরিপ্রার্থীরা উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস করে থাকতে হবে। যে সমস্ত ব্যক্তিরা অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ, তারাও এক্ষেত্রে আবেদন জানাতে পারবে। তবে একটা কথা বলে রাখি ভারতীয় পোস্ট অফিস কর্তৃপক্ষ কিন্তু শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করেই যোগ্য প্রার্থীদের নিয়োগ করে।
অন্যান্য যোগ্যতা
- ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকার পাশাপাশি সাইকেল অথবা বাইক চালানো জানতে হবে।
- প্রার্থীদের স্থানীয় ভাষায় কথা বলতে, পড়তে যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকতে হবে।
- এবং আবেদনকারী প্রার্থীদের অবশ্যই কম্পিউটার সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা বাধ্যতামূলক।
আবেদন মূল্য
গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ফি বাবদ অনলাইনে ১০০ টাকা করে আবেদন মূল্য দিতে হবে।
মাসিক বেতন
ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে নিযুক্ত কর্মীদের ডাক বিভাগের পক্ষ থেকে প্রতি মাসে ১২০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। এছাড়া সরকারি ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং গ্রামীণ ডাক সেবক পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৭/২/২০২৫ তারিখে। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু তারিখ হল ১০/০২/২০২৫ এবং অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হলো ৩/৩/২০২৫। আবেদন পত্র ইডিট অথবা কোন ভুল-ভ্রান্তি ঠিক করার তারিখ হল ৬/৩/২০২৫ থেকে ৮/৩/২০২৫।
নিয়োগ পদ্ধতি
এখানে কোন রকম লিখিত পরীক্ষায় বা ইন্টারভিউ ছাড়াই সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষার নম্বর দেখে একটি মেধা তালিকা তৈরি করা হবে। তারপর সেই তালিকা অনুযায়ী প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদনে ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই আবেদনপত্র পূরণ করতে পারবে। সবার প্রথমে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপর আবেদন প্রক্রিয়ায় সমাপ্ত করতে হবে এবং শেষে আবেদনমূল্য জমা করলেই আবেদন প্রক্রিয়া সমাপ্ত হবে। আবেদন প্রক্রিয়া সমাপ্ত করার পর অবশ্যই আবেদন পত্রের একটি প্রিন্ট নিজের কাছে রেখে দিতে হবে।
Official Notification | Download |